কলকাতা: বাংলায় একটি প্রবাদ রয়েছে ‘যেখানে দেখিবে ছাই , উড়াইয়া দেখ তাই, পাইলেই পাইতে পার অমূল্য রতন’। আর এই ‘রতন’-এর খোঁজে চলেছে তদন্তকারীরা। মঙ্গলবারও ‘লিপ্স অ্যান্ড বাউন্ডসে’-র অফিসে চলছে তল্লাশি। আর বুধবার সকাল থেকেই ফের শুরু হয়েছে ইডি-র তল্লাশি অভিযান। আলিপুরে বেলভেডিয়ার রোডে অবস্থিত ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। সূত্রের খবর, ওই বাড়িটি জ্ঞানেশ চৌধুরী নামে এক ব্যবসায়ীর । আর্থিক দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
গত কয়েকদিন ধরেই ইডি-র তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। আর্থিক দুর্নীতির জন্যই বিভিন্ন জায়গায় চলছে এই অভিযান। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ আলিপুরে ১৫ নম্বর বেলভেডিয়ার রোডে জ্ঞানেশ চৌধুরী নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা।
আবাসনের ছ’তলায় প্রবেশ করেন গোয়েন্দারা। সূত্রের খবর, ইতিমধ্যেই জ্ঞানেশ চৌধুরীকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তিনি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত কি না তাও জানতে চাইছেন তাঁরা। এই অভিযান বেলা পর্যন্ত চলবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।