Mamata Banerjee: খালি হাতে ঢুকলেন মমতা, সবুজ ফাইল হাতে বেরলেন… কী কী আছে সেই ফাইলে?
Mamata Banerjee At Pratik Jain's House: এর আগে অবশ্য রাজীব কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়েছিল তল্লাশি, বাইরে ধরনায় বসতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী। মিনিট পনেরো প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী, যখন বেরোলেন হাতে একটা সবুজ ফাইল। সেই ফাইলে ঠিক কী কী রয়েছে?

কলকাতা: সকাল থেকে খবরের শিরোনামে I-PACএর অফিসে ইডি হানা। বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা দেয়। ইডি আধিকারিকরা যখন ভিতরে ঢোকেন, তার ঘণ্টা খানেকের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। মনোজ ভর্মা ঢোকার কিছুক্ষণের মধ্যেই অকস্মাৎ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি বাড়ির ভিতরে ঢোকেন তিনি। এই ছবি রাজ্যের নজিরবিহীন।
প্রতীক জৈনের বাড়িতে যখন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছিলেন আধিকারিকরা, তখনই তল্লাশির মাঝে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি রাজ্যের নজিরবিহীন। যখন কোথাও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলছিল, সে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর অকুস্থলে পৌঁছে যাওয়া, এ বঙ্গে আগে কখনও ঘটনি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে অবশ্য রাজীব কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়েছিল তল্লাশি, বাইরে ধরনায় বসতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী। মিনিট পনেরো প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী, যখন বেরোলেন হাতে একটা সবুজ ফাইল। সেই ফাইলে ঠিক কী কী রয়েছে?
বেরিয়ে এসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। দৃশ্যত তিনি অত্যন্ত বিরক্ত। তিনি বললেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহের কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে।” স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “যে দেশকেই রক্ষা করতে পারে না। আমার আইনি অফিসে ইডি হানা।”
তাঁর অভিযোগ, একদিকে, এসআইআর করে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে, প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ দিয়েছে। আর একদিকে এইভাবে তল্লাশির মাধ্যমে দলের প্ল্যান হাতিয়ে নিচ্ছে। মমতা বলেন, “দেখুন আমি সব এই ফাইলে নিয়ে এসেছি। কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ। সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি।”
