গারদে সন্দীপ ঘোষ, তালা খুলিয়ে বাড়িতে ঢুকল ED!

Soma Das | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 06, 2024 | 10:16 AM

ED Raid: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় লাগাতার সিবিআই জেরার পরই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের দুর্নীতির শিকড় কতদূর পৌঁছেছে, তার তথ্য তালাশ করতে ময়দানে নামল ইডিও।

গারদে সন্দীপ ঘোষ, তালা খুলিয়ে বাড়িতে ঢুকল ED!
সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকল ইডি।
Image Credit source: ANI

Follow Us

কলকাতা: সিবিআই-র পর এবার ইডি (ED)। সাতসকালেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে, তার তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির ইডি। তবে তালা বন্ধ থাকায় ইডি আধিকারিকরা ঢুকতে পারেননি। সন্দীপ ঘোষের পাশাপাশি, তাঁর শাগরেদ বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় লাগাতার সিবিআই জেরার পরই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের দুর্নীতির শিকড় কতদূর পৌঁছেছে, তার তথ্য তালাশ করতে ময়দানে নামল ইডিও।

আজ, শুক্রবার সকাল ৭টা নাগাদ ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান। তবে বাড়ির বাইরেই অপেক্ষা করতে হচ্ছে ইডি-কে, কারণ তালাবন্ধ গোটা বাড়ি। আধিকারিক ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

শেষ আপডেট অনুযায়ী, ইডি আধিকারিকরা প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর ফিরে যান। তবে সূত্রের খবর, আবার ইডি টিম ফিরে আসবে। কোনও নথিপত্র বা অফিসিয়াল কারণে তারা সিজিও কমপ্লেক্সে ফিরে গিয়েছেন। ফের তারা সন্দীপ ঘোষের বাড়িতে আসবেন তল্লাশি চালাতে।

একা সন্দীপ ঘোষই নন, পাশাপাশি বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি চলছে। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার এরা। আরজি কর হাসপাতালের মেডিক্যাল সাপ্লায়ার ছিলেন বিপ্লব সিং। আর্থিক দুর্নীতিতে তিনিও জড়িত বলে সন্দেহ। বিপ্লবের সহকারী কৌশিক কোলে। তাঁর বাড়িতেও তল্লাশি চলছে।

প্রসঙ্গত, এর আগেও আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। সিবিআই-র গুন্ডা দমন শাখা ও ইডি আধিকারিকরা এসেছিলেন সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাতে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article