OMR Sheet: টাকার পাহাড় দেখতে দেখতে হাঁফিয়ে উঠছেন? এবার দেখুন OMR শিটের মহিমা

Susovan Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 21, 2023 | 4:38 PM

Enforcement Directorate: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের বাড়ি থেকে এক গাদা ওএমআর শিট উদ্ধার করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই ওএমআর শিটগুলিকে সাজিয়ে ছবি তুলে তা টুইটারে প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা।

OMR Sheet: টাকার পাহাড় দেখতে দেখতে হাঁফিয়ে উঠছেন? এবার দেখুন OMR শিটের মহিমা
অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া ওএমআর শিট

Follow Us

কলকাতা: কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছে রাজ্যে। সে দৃশ্য সংবাদমাধ্যমে হা করে দেখেছেন রাজ্যবাসী। কোনও দুর্নীতির মামলায় এমন বান্ডিল বান্ডিল নোটের গাদা, আগে কখনও দেখা যায়নি বাংলায়। ইডির (Enforcement Directorate) তরফে সেই টাকা থরে থরে সাজিয়ে ছবি তুলে প্রকাশও করা হয়েছে। কিন্তু এবার আরও এক দৃশ্য, যা হয়ত বাঙালি কোনওদিন দেখেনি। নোটের বান্ডিলের বদলে থরে থরে সাজানো ওএমআর শিট! ভাবুন কাণ্ড। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের বাড়ি থেকে এক গাদা ওএমআর শিট উদ্ধার করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই ওএমআর শিটগুলিকে সাজিয়ে ছবি তুলে তা টুইটারে প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডির তরফে টুইটে জানানো হয়েছে, অয়নের বাড়ি থেকে বেশ কিছু সন্দেহজনক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

যদিও অয়ন শীলের সংস্থার এক ডিরেক্টের দাবি, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের সল্টলেকের ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে যে ওএমআর শিটগুলি পাওয়া গিয়েছে এবং বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত যে নথি পাওয়া গিয়েছে, সেগুলি অবৈধ নয়। সরকারিভাবে পুরসভার নিয়োগের কাজ করত অয়ন শীলের কোম্পানি। এমনই দাবি ওই ডিরেক্টরের। উল্লেখ্য, যে ওএমআর শিটগুলি পাওয়া গিয়েছে অয়ন শীলের বাড়ি থেকে, সেগুলি অব্যবহৃত নয়। ইডির টুইট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, রোল নম্বরের তথ্যের জায়গা এবং উত্তর মার্ক করার জায়গা, উভয় জায়গাতেই পেনের কালি রয়েছে।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিচিত প্রোমোটার অয়ন শীলের বাড়িতে এত গাদা গাদা ওএমআর শিট কী করছে? সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, অয়ন নাকি জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে,  তার সংস্থাকে ওএমআর শিট তৈরির বরাত দেওয়া হয়েছিল।

Next Article