কলকাতা: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বৃহস্পতিবার তলব করেছে ইডি (ED)। কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে। আজ হাজিরা দিলে দু’বার ইডি-র মুখোমুখি হবেন তিনি। প্রথমে তাঁকে দিল্লিতে তলব করা হলেও আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। ফলত, তাঁকে কলকাতার ইডি (ED) দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ রয়েছে আদালতের।
ইডি সূত্রে খবর, রুজিরাকে এদিন তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। কী কারণে রুজিরা বিদেশে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, এমনকী বিদেশে তিনি যে যাবেন তা কি ইডি দফতরে জানিয়েছিলেন কি না এই সংক্রান্ত চাঁচাছোলা প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা। শুধু তাই নয়, রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা।
রুজিরাকে ইডি অফিসারদের সম্ভাব্য প্রশ্ন
ক) আপনার বিদেশ যাওয়া নিয়ে আদালতের কী নির্দেশ আছে জানেন?
খ) কেন বিদেশ যাচ্ছিলেন?
গ) কোথায় যাচ্ছিলেন?
ঘ) আপনি যে বিদেশ যাবেন সেটা কতবার ইডি দফতরে জানিয়েছিলেন?কীভাবে জানিয়েছিলেন?
ঙ) ই-মেলের উত্তর না এলে কেন আবার জানাননি?
চ) উত্তর না আসায় তদন্তকারী অফিসারকে অন্য কোনওভাবে আপনার বিদেশযাত্রা নিয়ে জানানোর চেষ্টা করেছিলেন?
প্রসঙ্গত, গত সোমবার (৫ জুন) দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।
এর আগে কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।তবে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সেই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই।কিন্তু তারপরও বিমানবন্দরে আটকানো হয়েছে রুজিরাকে। সূত্রের খবর,এক্ষেত্রে মানহানির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানা যায়।
উল্লেখ্য, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি কয়লাপাচার মামলায় অভিষেক স্ত্রী রুজিরাকে নোটিশ দিতে যায় সিবিআই। এর ঠিক পরের দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর ফ্ল্যাটে যান গোয়েন্দারা। পরের বছর অর্থাৎ ২২ জুন কয়লাপাচার মামলায় অভিষেকপত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে ফের হাজির হয় সিবিআই। এরপর ওই বছরেরই ২৩ জুন কয়লাপাচার মামলায় ইডি-র র্যাডারে পড়েন অভিষেকের স্ত্রী। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডাকা হয় তাঁকে। সেই ঘটনার পর চলতি বছরের ৮ জুন আবারও তলব করা হল রুজিরাকে।