কলকাতা: শিক্ষা সংক্রান্ত মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই একাধিক মামলায় শুরু হয়েছে সিবিআই বা ইডি-র তদন্ত। এবার সেই বিচারপতির বেঞ্চ থেকেই সরল শিক্ষা সংক্রান্ত মামলা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে সব মামলার শুনানি হত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেগুলি সরিয়ে নেওয়া হল। মঙ্গলবারই বেঞ্চ নির্ধারণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মামলাগুলি শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। সম্প্রতি সিঙ্গল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের সংঘাত প্রকাশ্যে আসে কলকাতা। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
মঙ্গলবার সকালে এজলাস ছাড়ার সময় ওই সংঘাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানো হচ্ছে। আইনজীবী মহলের দাবি, কোনও মামলা সরানো হলে, সাধারণত একসঙ্গে সব বিচারপতির বেঞ্চের মামলা বদল হয়। কিন্তু যখন একজন বা দুজন বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরানো হয়, তখন প্রধান বিচারপতি কোনও বার্তা দিতে চাইছেন বলে ধরে নেওয়া হয়। এরপর থেকে শিল্প সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, আগেই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত বেশিরভাগ মামলাই সরিয়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র উচ্চ প্রাথমিকের মামলা ছিল তাঁর কাছে। মঙ্গলবার সেই মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন।
নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর শিক্ষা সংক্রান্ত একাধিক মামলা শুনানি হয়েছে বিচারপচি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা শুনেছেন তিনি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে পর তাঁর বেঞ্চ থেকে বেশ কয়েকটি মামলা সরিয়ে নেওয়া হয়েছিল।