পুরসভার প্রশাসক পদে কোনও রাজনীতিক নয়, থাকবেন সরকারি আধিকারিক: কমিশন

ঋদ্ধীশ দত্ত |

Mar 21, 2021 | 1:11 AM

কমিশনের (Election Commission) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে বা কোনও ব্যক্তি রাজনীতিক হলে পুর প্রশাসকের দায়িত্ব আর পালন করতে পারবেন না।

পুরসভার প্রশাসক পদে কোনও রাজনীতিক নয়, থাকবেন সরকারি আধিকারিক: কমিশন
ফাইল ছবি

Follow Us

কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা পুরসভার পাশাপাশি  অন্যান্য যেসব পুরসভায় যেখানে প্রশাসক রয়েছে, সেখান থেকে অবিলম্বে রাজনীতিকদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে বা কোনও ব্যক্তি রাজনীতিক হলে পুর প্রশাসকের দায়িত্ব আর পালন করতে পারবেন না। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে মুখ্যসচিবকে। বিজেপি নির্বাচন কমিশনে একটি অভিযোগ জানিয়েছিল, তার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, পুরসভার প্রশাসক হওয়ার পাশাপাশি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অতীন ঘোষও প্রশাসক বোর্ডের সদস্য হওয়ার পাশাপাশি ভোটে দাঁড়িয়েছেন। তাঁর ক্ষেত্রেও কার্যকর হবে একই নির্দেশ। অন্যান্য পুরসভার ক্ষেত্রেও বলা হয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তি প্রশাসকের পদে থাকতে পারবেন না। আপাতত তাঁদের প্রত্যেককে বিরত থাকার নির্দেশ দিয়েছে কমিশন। এর পাশাপাশি কলকাতা পুরসভার দেব্রবত মজুমদার, অতীন ঘোষ, দেবাশীষ কুমারও নির্বাচনে লড়ছেন। সূত্রের খবর, ফিরহাদ হাকিম শনিবার প্রশাসক পদ ছেড়েছেন। বাকিরাও সকলেই পদত্যাগ করবেন।

আরও পড়ুন: ‘দিলীপ ঘোষের জন্যই পদ্ম ফুটবে বাংলায়’, নমো-স্তুতিতে মুখ্যমন্ত্রীর জল্পনা তুঙ্গে

কমিশনের সাফ বক্তব্য, কোনও রাজনৈতিক ব্যক্তিই পুর প্রশাসকের পদে থাকতে পারবেন না। কেননা সেটা হলে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়। একজন রাজনৈতিক ব্যক্তি এই ধরনের পদে থাকার পর প্রার্থী হলে তাঁরা ভোটারদের প্রভাবিত করতে পারেন। এমনটাই আশঙ্কা রয়েছে কমিশনের। গত বছর ২২ ডিসেম্বরই এই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু, তা পালন করা হয়নি বলে অভিযোগ। যে কারণে এ বার ফের এক বার মুখ্যসচিব এই চিঠি দিয়ে আগামী ১০ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। তবে শুধু কলকাতা পুরসভা নয়, রাজ্যের সকল পুরসভার ক্ষেত্রে একই নিয়ম বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন: ‘চা-ওয়ালা ছাড়া আপনাদের কষ্ট আর কে বুঝবে?’, ভোটের আর্জি নমোর

 

Next Article