SIR in Bengal: ফের SIR নিয়ে চিঠি এল বাংলায়, দেওয়া হল ডেডলাইন
SIR in Bengal: গত রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই সংক্রান্ত বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনও রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে, তা পরবর্তী কালে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে।

কলকাতা: বিহারের পর যে পশ্চিমবঙ্গে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন শুরু হবে, তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছে। জল্পনা আগে থেকেই ছিল। এবার ফের এল চিঠি। গত ৫ অগস্ট একটি চিঠি পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। আর এবার ফের এল চিঠি। তবে শুধুমাত্র বাংলায় নয়, দেশের সব রাজ্যেই ওই চিঠি পাঠানো হয়েছে।
অগস্টে এসআইআর প্রস্তুতি শেষ করতে চায় কমিশন। তাই ফের SIR-এর জন্য প্রতি রাজ্যের সিইও-কে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইআরও এইরাও ইত্যাদির শূন্যপদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট দেওয়ার নির্দেশ। ২৯ অগস্ট বিকেল পাঁচটায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিশনের।
গত রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই সংক্রান্ত বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনও রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে, তা পরবর্তী কালে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে।
এর আগে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে গত ৮ অগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে SIR। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কীভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন রাজ্যের আইনজীবী।
