Election Commission: রাজ্য়ে সব বুথের বাইরে থাকবে বাদ পড়া ভোটারের নাম, SIR আবহে সিদ্ধান্ত কমিশনের
Election Commission: বিহারের পর যে বাংলায় এসআইআর হচ্ছে, তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের তরফের আইনজীবী জানিয়েছেন, অগস্ট মাসেই কমিশনের তরফ থেকে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।

কলকাতা: বিহার নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর এবার রাজ্যেও মৃত ও বাদ পড়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করবে কমিশন। বুথের বাইরে প্রকাশ করা হবে সেই তালিকা। রাজ্যে বর্তমানে প্রায় ৮১ হাজার বুথ রয়েছে। সেই বুথের সংখ্যা বেড়ে ৯৪ হাজার হতে চলেছে। প্রতি বুথের বাইরেই বাদ পড়া ভোটারদের নাম টাঙিয়ে দেবে কমিশন। ইতিমধ্য়েই বিহারে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জনের মাধ্যমে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিহারে যে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে, সেই সব নাম প্রকাশ করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে সেই নাম আপলোড করতে হবে কমিশনকে। আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু না হলেও এ রাজ্যের জন্যও কমিশন একই সিদ্ধান্ত নিয়েছে।
তবে কেন নাম বাদ দেওয়া হচ্ছে, সেটাও ওই তালিকায় থাকবে কি না, সেটা এই মুহূর্তে স্পষ্ট করেনি কমিশন। অবশ্য প্রত্যেক বিএলও অফিসারের কাছে এই তথ্য থাকবে বলে জানা গিয়েছে। চাইলে সেখান থেকেও যাচাই করার সুযোগ থাকবে।
অন্যদিকে আধার নিয়ে নিজেদের অবস্থানেই অনড় থাকছে কমিশন। অর্থাৎ আধার ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র নয়। আগামিদিনেও আধার কার্ড ভোটার তালিকার জন্য বৈধ বলে গণ্য করবে না কমিশন। চলতি মাসে বুথের বিন্যাসের জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনায় বসবে তারা।
উল্লেখ্য়, বিহারের পর যে বাংলায় এসআইআর হচ্ছে, তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের তরফের আইনজীবী জানিয়েছেন, অগস্ট মাসেই কমিশনের তরফ থেকে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতেই বলা হয়েছে এসআইআরের কথা।
