Entally Election Result 2021 Live: এন্টালিতে জয়ী তৃণমূল

tista roychowdhury | Edited By: arunava roy

May 02, 2021 | 10:12 PM

এন্টালিতে (Entally Assembly Election Live Updates) ঘাস-পদ্মের জোর লড়াই। জেনে নিন এই কেন্দ্রের সমস্ত খুঁটিনাটি তথ্য।

Entally Election Result 2021 Live: এন্টালিতে জয়ী তৃণমূল
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: এন্টালি বিধানসভা কেন্দ্রটি  কলকাতার অন্তর্গত। সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৬৩ নম্বর এন্টালি বিধানসভা কেন্দ্রটি নিম্নলিখিত ওয়ার্ডগুলি দিয়ে গঠিত হয়। এই বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড নম্বর ৫৪, ৫৫, ৫৬, ৫৮ ও ৫৯। এন্টালি বিধানসভা কেন্দ্র কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অংশ। ২০০৯ সালের সাধারণ নির্বাচনের আগে এটি কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্রের অংশ ছিল।

ফলাফল ২০২১

এন্টালি বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বর্ণকমল সাহা। ৫৮০১৮ ভোটে জয়ী। পরাস্ত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা জিতেছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭৫ হাজার ৮৪১৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের দেবেশ দাস। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪৭ হাজার ৮৫৩৷ তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের দেবেশ দাসকে ২৭ হাজার ৯৮৮ ভোটে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী বিধায়ক স্বর্ণকমল সাহা। অন্য দিকে, বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন আইএসএফের মহম্মদ ইকবাল আলম।

বিদায়ী বিধায়ক: স্বর্ণকমল সাহা

প্রাপ্ত ভোট: ৭৫,৮৪১

Next Article