AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minority in WB: ‘সংখ্যালঘুরাও তোলাবাজির শিকার, ওদেরও অনেক রাগ আছে’, শাসক দলকে বার্তা প্রাক্তন সাংসদের

Jawhar Sarkar: জহর সরকারের দাবি, খুব বেশি বাংলাদেশির নাম বাদ যাবে না। তাঁর মতে, এমন অনেক ভোটার আছে, যারা এক বিধানসভা কেন্দ্র ছেড়ে অন্য বিধানসভা কেন্দ্রে থাকতে শুরু করেছেন, অথচ আগের কেন্দ্রে নাম কাটাননি। সেই সব ডুপ্লিকেট ভোটার ও মৃত ভোটারের নামই বেশি আছে বলে দাবি করেছেন তিনি।

Minority in WB: 'সংখ্যালঘুরাও তোলাবাজির শিকার, ওদেরও অনেক রাগ আছে', শাসক দলকে বার্তা প্রাক্তন সাংসদের
| Edited By: | Updated on: Nov 21, 2025 | 7:20 PM
Share

কলকাতা: বাংলায় সংখ্যালঘু ভোট চিরকালই রাজনৈতিক দলগুলির জন্য গুরুত্বপূর্ণ। তবে বাংলায় এসআইআর (SIR)-এর ক্ষেত্রেও কি সেই সংখ্যালঘু ভোটের হিসেব সামনে আসছে? এমনটাই দাবি করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। দীর্ঘসময় নির্বাচন কমিশনে কাজ করেছেন, ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে। পরবর্তীতে সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত হতে দেখা যায় তাঁকে। তাঁর মতে, আদতে এসআইআরের পিছনে ভোটব্যাঙ্কের অঙ্ক কষছে বিজেপি ও তৃণমূল।

এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে বাদ যাবে বাংলাদেশিদের নাম, এ কথা শুরু থেকেই বলেছে বিজেপি। কিন্তু জহর সরকারের মতে, নাগরিকত্ব আর এসআইআর গুলিয়ে ফেলা উচিত নয়। নাগরিকত্বের বিষয়টি দেখা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ।

এই প্রসঙ্গে জহর সরকার বলেন, “বিজেপির ধারনা, পশ্চিমবঙ্গের ৩০ শতাংশ মুসলিম তাদের ভোট দেয় না। এদের বাংলাদেশি বলে কোনওভাবে নাম কাটাতে পারলে সুবিধা হবে। আর শাসক দল, যারা একটা পর একটা কেলেঙ্কারিতে জড়িয়েছে, তারা মনে করছে যে তারা বাংলার সংস্কৃতির রক্ষক ও মুসলিমদের রক্ষক। তারা চাইছে ৩০ শতাংশকে নিজেদের কাছে টেনে আনতে।” কিন্তু প্রাক্তন সাংসদের মতে, এভাবেই সংখ্যালঘুদের কাছে টানতে পারবে না শাসক দল, কারণ তারা নিজেরাও তোলাবাজির শিকার। তাদেরও অনেক রাগ আছে।

তবে জহর সরকারের দাবি, খুব বেশি বাংলাদেশির নাম বাদ যাবে না। তাঁর মতে, এমন অনেক ভোটার আছে, যারা এক বিধানসভা কেন্দ্র ছেড়ে অন্য বিধানসভা কেন্দ্রে থাকতে শুরু করেছেন, অথচ আগের কেন্দ্রে নাম কাটাননি। সেই সব ডুপ্লিকেট ভোটার ও মৃত ভোটারের নামই বেশি আছে বলে দাবি করেছেন তিনি।