কোভিডকালে মদের দোকানে লাইন দেবেন কেন, এবার তো ‘দুয়ারে মদ’

May 23, 2021 | 10:50 PM

এই সুবিধা পেতে গ্রাহককে নিজের নাম, বয়স এবং ঠিকানা নথিভুক্ত করতে হবে রাজ্যের আবগারি দফতরের (Excise) ওয়েবসাইটের রিটেলে।

কোভিডকালে মদের দোকানে লাইন দেবেন কেন, এবার তো দুয়ারে মদ
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: রাজ্যে কার্যত-লকডাউন ঘোষণা হতেই, মদের দোকানে লাইন দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। সেদিন করোনার ভয় পিছনে ফেলে, সাধ ও সাধ্যমত মদ কিনেই বাড়ি ফিরেছিলেন সুরাপ্রেমীরা। তারপর এক সপ্তাহ অতিক্রান্ত। সাত দিনে স্টক ফাঁকা। অনেকেই ভাবছেন, কালোবাজারে মদ কিনতে গিয়ে আবার পকেটে টান পড়বে না তো? তাঁদের জন্যই সুখবর। লকডাউনে এবার দুয়ারে মদ পৌঁছে দেবে আবগারি দফতর। সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে অর্ডার দিলেই আপনার দুয়ারে পৌঁছে যাবে মদ। কলকাতার পাশাপাশি জেলাতেও মিলবে এই সুবিধা।

এই সুবিধা পেতে গ্রাহককে নিজের নাম, বয়স এবং ঠিকানা নথিভুক্ত করতে হবে রাজ্যের আবগারি দফতরের ওয়েবসাইটের রিটেলে। পিনকোড অনুযায়ী আশেপাশের মদের দোকানের তালিকা দেখতে পাবেন গ্রাহক। সেইমত অর্ডার দিলে দোকানের কর্মী সামান্য অতিরিক্ত অর্থের বিনিময়ে বাড়িতে পৌঁছে দেবেন মদ।

ইতিমধ্যেই মদ বিক্রেতাদের একাংশ আবগারি দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শিলিগুড়ির এক মদ বিক্রেতা জানান, গ্রাহক চাইলে এবং আবগারি দফতরের অনুমতি থাকলে দুয়ারে মদ পৌঁছে দিতে কোনও আপত্তি নেই তাঁদের।

আরও পড়ুন: ইয়াসের জন্য আরও ৪১টি ট্রেন বাতিল, বিমানবন্দরেও কড়া সতর্কতা

শিলিগুড়ির এক মদ বিক্রেতা জানালেন, দুয়ারে মদ পৌঁছে দিতে প্রস্তুত তাঁরা। সবরকম স্বাস্থ্যবিধি মেনেই গ্রাহকের বাড়িতে এই মদ তাঁরা পৌঁছে দেবেন। যে সমস্ত কর্মীরা বাড়ি বাড়ি মদ ডেলিভারি দেবেন, তাঁদের জন্য আবগারি দফতর বিশেষ পাসেরও ব্যবস্থা করেছে।

Next Article