
সুচরিতা দে ৯ অগস্ট। শুক্রবার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার আগের দিন প্রয়াত হয়েছেন। আর ওইদিন তাঁর মরদেহ এনআরএসে দান করা হবে। সিপিএম কর্মী-সমর্থকদের চোখের জলে শেষযাত্রার মিছিল এনআরএসের দিকে এগিয়ে চলেছে। আর ওই সময়ই কিছুটা দূরে আরজি কর হাসপাতালে এক মহিলা জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে হইচই শুরু হয়। আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল শুরু হয়। তেমনই এক প্রতিবাদ মিছিলে অংশ নিতে গত ২১ অগস্ট, বুধবার কলকাতায় আসেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর আগামী ছবি ‘দিল্লি ফাইলস’ এর জন্য গবেষণার কাজে ব্যস্ত তিনি। তারই ফাঁকে কলকাতায় আসা। মিছিলে অংশ নেওয়ার পর টিভি৯ বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন কাশ্মীর ফাইলসের পরিচালক। মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। একান্ত সাক্ষাৎকারে...