
বাঙালিদের একটা বড় অংশ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কোনও সাধারণ মানুষ নয়, ‘মহাপুরুষ’ বলেই ভাবেন। জ্ঞান হওয়া ইস্তক দেওয়ালে দেওয়ালে যাঁর ছবি দেখে বাঙালি বড় হয়, যাঁর গভীর রাতে ছদ্মবেশে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যে গল্প শুনলে আজও বাঙালির গায়ে কাঁটা দেয়, তাঁর সাফল্য বা জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কাটাছেঁড়া করার কথা ক’জনেরই বা মনে হয়? তবে ২০২৫ সালে দাঁড়িয়ে যদি সেই নেতাজির সাফল্য বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তো বিশ্লেষণ করতেই হয়। ‘নেতাজি যা পারেননি, মমতা পেরেছেন’ গত এক সপ্তাহে যে মন্তব্য নিয়ে তুমুল চর্চা হয়েছে, তা অনেকটা...