AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajasekhar Mantha: বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ, ৯ আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ

Rajasekhar Mantha: বিচারপতির এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। এরপরই হাইকোর্টে আসে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

Rajasekhar Mantha: বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ, ৯ আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ
বিচারপতি রাজা শেখর মান্থা (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Jan 20, 2023 | 1:42 PM
Share

নয়া দিল্লি: বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে ৯ জন আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করল বার কাউন্সিল অব ইন্ডিয়ার (Bar Council Of India) তিন সদস্যের কমিটি। বিক্ষোভের অভিযোগ ওঠার পর বার কাউন্সিল অব ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল কলকাতা হাইকোর্টে। সেই কমিটির সদস্যরা হাইকোর্টে ঘুরে, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছিলেন। তারপরই শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৯  আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করা হল। এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল।

সম্প্রতি বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার পড়তে দেখা যায়। বিচারপতি বাড়ির সামনে রাতের অন্ধকারে পোস্টার পড়ার অভিযোগ ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। এরপর এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে আইনজীবীদের একাংশের বিরুদ্ধে। সেই অভিযোগ পৌঁছয় বার কাউন্সিল অব ইন্ডিয়ায়। এরপরই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসে কলকাতায়। তাঁরা আদালত চত্বর ঘুরে দেখেন, এজির সঙ্গে কথা বলেন, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন। সেই কমিটি যে রিপোর্ট পেশ করেছিল, তার ভিত্তিতেই এই সুপারিশ করা হয়েছে। তবে সেই ৯ আইনজীবী কারা, তা এখনও স্পষ্ট নয়।

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, ‘একজন আইনজীবী হিসেবে খারাপ লাগছে। তবে, এই পদ্ধতিতে স্বাগত জানাচ্ছি। সাধারণ মানুষ বিচার পেতে আদালতে আসেন। কোনও আইনজীবীর অধিকার নেই আদালত বয়কট করার। সুপ্রিম কোর্ট একবার নয়, বারবার বলেছে একথা। মানুষ যেখানে ন্যয়বিচার পেতে চায়, সেখানে আটকানো হলে, তাঁরা কোথায় যাবেন?’

উল্লেখযোগ্য মহলের মতে, সাধারণত খুব গুরুত্বপূর্ণ অভিযোগ না গেলে এভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় না। তবে এ ক্ষেত্রে কড়া পর্যবেক্ষণ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে সাসপেনশন কতটা কার্যকর হবে, সেটাই দেখার।