Weather Update: মেঘ কেটে ফের কবে হাসবে আকাশ? কী বলছে হাওয়া অফিস?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Feb 01, 2024 | 6:49 PM

Weather Update: এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৬৬ থেকে ৯০ শতাংশের আশপাশে।

Weather Update: মেঘ কেটে ফের কবে হাসবে আকাশ? কী বলছে হাওয়া অফিস?
আজ বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা-সহ সব পার্শ্ববর্তী জেলাতেই সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিলল। হাওয়া অফিস বলছে, বর্তমানে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয়। যার হাত ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তা থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলা হয়ে ওড়িশা পর্যন্ত বির্স্তৃত রয়েছে। যে কারণেই এদিন রাজ্যে কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টির দেখা মিলল। 

এদিন রাতেও কলকাতায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভিজবে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার সব প্রান্তই। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতেও। তবে এদিনই যে বৃষ্টি থামছে এমনটা নয়। শুক্রবার সকালেও খানিক একই ছবির দেখা মিলতে পারে। ভিজবে নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর। বর্ধমান ও বাঁকুড়াতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত রাজ্যে মেঘলা আকাশের দেখা মিললেও ৪ তারিখের পর থেকে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। ফের হাসবে আকাশ। 

তবে শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে এমনটা নয়, বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গেও। শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। শুক্রবারের মধ্যেই এই সম্ভাবনা সবথেকে বেশি জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৬৬ থেকে ৯০ শতাংশের আশপাশে।

Next Article