AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalbazar: জোর করে জমি দখলের অভিযোগ এলেই FIR, মমতা রাগতেই কড়া নির্দেশ লালবাজারের

Lalbazar: কোথায় কত বেআইনি ভাবে জমি দখল হয়েছে বা বেআইনি দখলদার রয়েছে তার তালিকা প্রস্তুত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের প্রতিটি থানাকে এই তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে বলে খবর।

Lalbazar: জোর করে জমি দখলের অভিযোগ এলেই FIR, মমতা রাগতেই কড়া নির্দেশ লালবাজারের
কলকাতা পুলিশ Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 11:32 PM
Share

কলকাতা: জমি দখল নিয়ে কলকাতা পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিকে রীতিমত ধমক শুনতে হয়। এরপরই ডিসিদের নিয়ে বৈঠকে জমি দখল নিয়ে কড়া মনোভাব ও পদক্ষেপ করার নির্দেশ লালবাজারের। বেআইনিভাবে জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর। জমি দখলের অভিযোগ এলেই খতিয়ে দেখে দখলদারের বিরুদ্ধে এফআইআর করতে হবে। দেওয়া হয়েছে এমনই নির্দেশ। 

কোথায় কত বেআইনি ভাবে জমি দখল হয়েছে বা বেআইনি দখলদার রয়েছে তার তালিকা প্রস্তুত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের প্রতিটি থানাকে এই তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে বলে খবর। একইসঙ্গে এখনও পর্যন্ত কোনও জমি দখলের অভিযোগ এসে থাকলে তাও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগকারীর কাগজ বা নথিপত্র মিলিয়ে দেখতে হবে বলেও বলা হয়েছে। 

প্রসঙ্গত, একদিন আগেই আবার নবান্নে বৈঠকে বসেছিলেন মমতা। সেই প্রশাসনিক বৈঠকেও সরকারি জমি-বাড়ির প্রসঙ্গ উঠে এসেছিল বলে জানা যায়। তখনই সরকারি জমি জবরদখল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। ইতিমধ্যেই জবরদখল ঠেকাতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে ফেলেছে রাজ্য সরকার। কমিটিতে মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, বিনীত গোয়েলদের মতো রাজ্য সরকারের শীর্ষ আমলা রয়েছেন বলে খবর। ওই কমিটিই সরকারি জমি দখল রুখতে পলিসি তৈরি করবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে জমির জবর দখল নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। এরইমধ্যে লালবাজারের এই নতুন নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।