কালো ধোঁয়ায় ভরেছে চাঁদনী চক, আগুন নেভাতে বাড়ল ইঞ্জিনের সংখ্যা

tista roychowdhury |

Apr 02, 2021 | 9:56 PM

একই দিনে জোড়া অগ্নিকাণ্ডের সাক্ষী শহর!

কালো ধোঁয়ায় ভরেছে চাঁদনী চক, আগুন নেভাতে বাড়ল ইঞ্জিনের সংখ্যা
চাঁদনী চক ই-মলের পাশে ম্যাডান স্ট্রিটে ভয়াবহ আগুন, নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: একই দিনে শহরে আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। লেনিন সরণির পর এ বার আগুন (fire) লাগল চাঁদনী চকের ই-মল সংলগ্ন এলাকায়। ৪/১ ম্যাডান স্ট্রিটে একটি তিনতলা বাড়ির উপরে টিনের গুদামে আগুন। ঘটনাস্থলে, মোট ৯ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।  আগুন (fire) অনিয়ন্ত্রিত। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লেগেছে তাও জানা যায়নি। সূত্রের খবর, বৈদ্যুতিক সরঞ্জামে ঠাসা গুদামে আচমকাই আগুন লাগে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই বহুতলে আগুন লাগে। আগুন (fire) লাগার খবর পেয়েই সকলকে বাড়ির বাইরে নিয়ে আসা হয়।

উল্লেখ্য়, শুক্রবার সকালেই লেনিন সরণির ১৫৭/সি-র একটি বহুতলে আগুন লাগে। একতলার একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে যায়। সেখানেও বৈদ্য়ুতিক সরঞ্জাম মজুত করা ছিল। আগুন (fire) নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ১২ টি ইঞ্জিন। দেড়ঘণ্টার ম্যারাথন  চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Next Article