হঠাৎই গাড়িতে আগুন, বুদ্ধির জোরে প্রাণে বাঁচলেন চালক

Jan 31, 2021 | 5:40 PM

বাঁকুড়া: চলন্ত পিক আপ ভ্যানে ভয়ঙ্কর আগুন। বরাত জোরে প্রাণে বাঁচলেন চালক। রবিবার বাঁকুড়ার তালডাংরার শিবডাঙা সাক্ষী রইল এই ভয়াবহ ঘটনার। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে পুরুলিয়া থেকে একটি পিক আপ ভ্যান বানসা রোড ধরে বিবরদহ হয়ে তালডাংরার দিকে যাচ্ছিল। শিবডাঙা মোড় সংলগ্ন চেঁচুড়িয়া ইকো পার্কের কাছে পিক আপ […]

হঠাৎই গাড়িতে আগুন, বুদ্ধির জোরে প্রাণে বাঁচলেন চালক
প্রতীকী চিত্র।

Follow Us

বাঁকুড়া: চলন্ত পিক আপ ভ্যানে ভয়ঙ্কর আগুন। বরাত জোরে প্রাণে বাঁচলেন চালক। রবিবার বাঁকুড়ার তালডাংরার শিবডাঙা সাক্ষী রইল এই ভয়াবহ ঘটনার। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে পুরুলিয়া থেকে একটি পিক আপ ভ্যান বানসা রোড ধরে বিবরদহ হয়ে তালডাংরার দিকে যাচ্ছিল। শিবডাঙা মোড় সংলগ্ন চেঁচুড়িয়া ইকো পার্কের কাছে পিক আপ ভ্যানটির ইঞ্জিনে কোনওভাবে আগুন লেগে যায়। মুহূর্তে জ্বলে ওঠে গোটা গাড়ি।

আরও পড়ুন: বিধ্বংসী আগুন সোনামুখীর জঙ্গলে, দাউ দাউ করে জ্বলছে গাছপালা

চালকের আসনে যিনি ছিলেন, এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেলেও পরক্ষণেই তৎপরতার সঙ্গে গাড়িটি দাঁড় করিয়ে নেমে পড়েন। যার জেরে বরাত জোরে আটকানো গিয়েছে বড় বিপদ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাংরা পুলিশ। আসে দমকলের একটি ইঞ্জিনও। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণে কোনওভাবে শটসার্কিট হয়ে থাকতে পারে।

Next Article