কলকাতা: এমআর বাঙুর হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে সোমবার দুপুরে। সূত্রের খবর, হাসপাতালের তিনতলায় এদিন হঠাৎই আগুন লাগে। স্বভাবতই খবর ছড়াতে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় হাসপাতালচত্বরে। যদিও দমকল কর্মীদের তৎপরতায় সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।
সূত্রের খবর, এমআর বাঙুর হাসপাতালের তিন তলায় এদিন আগুন লাগে। তিনতলায় সিসিইউ রয়েছে। ফলে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলকর্মীদের। এদিকে সিসিইউ মানেই প্রচুর গুরুতর অসুস্থ রোগী সেখানে চিকিৎসাধীন। দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর পরিজনদের মধ্যে।
আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডারের আগে সাবধান! সুইগিতে ১৩০ টাকার অর্ডার করে ২৫ হাজার টাকা খোয়ালেন দমদমের তরুণী
তড়িঘড়ি থানা ও দমকলকে খবর দেওয়া হলে অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের ইঞ্জিন আসার আগে হাসপাতালের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, তাকে কাজে লাগিয়েই বড় বিপদ এড়ানো সম্ভব হয়। দমকল আধিকারিকরা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।