Firhad Hakim: নেতাদের কাজ কী জানেন, সরকারি কর্মীদের ধাক্কা দিয়ে কাজ করানো: ফিরহাদ
Firhad Hakim: শুক্রবার কলকাতা পৌরনিগমের 'টক টু মেয়র' অনুষ্ঠানে রিতা দত্ত নামে এক মহিলার ফোন আসে। তিনি নিজেকে ১৯ নম্বর ফকির চাঁদ স্ট্রিটের বাসিন্দা বলে পরিচয় দেন। বাড়ি ৩৮ নম্বর ওয়ার্ডে।

কলকাতা: এবার মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের রোষের মুখে সরকারি কর্মীরা। কলকাতা পৌরনিগমের ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়র বললেন, “সরকারি কর্মচারীরা এমনিতে কাজ করেন না, ধাক্কা দিয়ে কাজ করাতে হয়।”
প্রসঙ্গত, শুক্রবার কলকাতা পৌরনিগমের ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে রিতা দত্ত নামে এক মহিলার ফোন আসে। তিনি নিজেকে ১৯ নম্বর ফকির চাঁদ স্ট্রিটের বাসিন্দা বলে পরিচয় দেন। বাড়ি ৩৮ নম্বর ওয়ার্ডে। ওই মহিলা বলেন, “আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম প্রোমোটারের কাছ থেকে। এগ্রিমেন্টও করেন। কিন্তু প্রোমোটার ফ্ল্যাটও দেননি, টাকাও ফেরত দিচ্ছেন না। ফ্ল্যাটটা বিক্রিও করে দিয়েছেন।” তিনি মেয়রকে ফোন করে অভিযোগ জানান।
তাঁকে তৎক্ষণাৎ ফোনে মেয়র বলেন, “রিতাদি এখুনি কনজ্যুমার ফোরামে একটা পিটিশন করুন। আমি করেছি গত বছর ২০ সেপ্টেম্বর। আপনি ওটা এসে আমাকে দিন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে নিন, সেখানে ওটা পাঠিয়ে দিন। ” নম্বরও দিয়ে দেন তিনি সঙ্গে সঙ্গেই।
ফোনেই ফিরহাদ ওই মহিলাকে আশ্বস্ত করে বলেন, “আমি এখুনি কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টারকে পাঠিয়ে দেব। আমাদের এখানে বারবার বলছে, সাধন পান্ডে মারা গিয়েছে, কনজিউমার ফোরাম মারা গিয়েছে।”
তিনি জানান, সাধন পান্ডের জায়গায় এখন আরেকজন এসেছেন, তাঁর নাম বিপ্লব। মেয়র রীতাকে জানান, “বিপ্লবদাকে আমি এখুনি পাঠাব, ১০ তারিখ থেকে হাউজ় শুরু হচ্ছে, নিজে কনজ্যুমার ফোরামের লোককে ডেকে আমি কথা বলব।”
এ প্রসঙ্গে কথা বলতে বলতেই মেয়র বলেন, “আমি মরে গেলে কি মেয়রের চেয়ার খালি হয়ে যাবে? কেউ না কেউ তো বসবে। আমাকে বলছে আমাদের কিছু করার ক্ষমতা নেই।” সে প্রসঙ্গে বলতে গিয়েই ফিরহাদের কোপের মুখে পড়েন সরকারি কর্মীরা। তিনি বলেন, “পলিটিশিয়ানদের কাজ কী জানেন, সরকারি কর্মচারীরা এমনি কাজ করে না, সরকারি কর্মচারীদেরকে ধাক্কা মারা। আপনাদের হয়ে আমরা ধাক্কা মারি আর আমাদের কোন কাজ নেই।”
প্রসঙ্গত, কলকাতায় বাড়ি ভেঙে পড়া, একের পর এক বাড়ি হেলে পড়ার ক্ষেত্রে অবৈধ নির্মাণ, জলাশয় বুজিয়ে নির্মাণের ক্ষেত্রে কলকাতা পৌরনিগম একাধিক প্রশ্নের মুখে পড়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের মুখে পড়েছেন ফিরহাদ। এবার ফ্ল্যাট-প্রোমোটার-রাজ, সংক্রান্ত অভিযোগ পেতেই সরকারি কর্মীদের ঘাড়ে দায় ঠেললেন মেয়র।





