কলকাতা: ভাবুন গঙ্গার বক্ষ দিয়ে যাচ্ছেন গন্তব্যে। শুনেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে না? কিন্তু আদৌ কি বুঝতে পারবেন ঠিক কখন আপনি গঙ্গার নিচে রয়েছেন? দীর্ঘ কয়েক বছর ধরে এই সব প্রশ্ন নিয়েই অপেক্ষা করছিল বাঙালি। গঙ্গার নিচ থেকে মেট্রো কবে চলবে সেই নিয়ে বাড়ছিল কৌতুহল। অবশেষে আজ এসে গেল সেই দিন। বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচ থেকে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গঙ্গার নিচে মেট্রো গেলে অনুভুতি কেমন হবে বলুন তো? কতক্ষণই বা সময় লাগবে? খুঁটিনাটি সবটা জেনে নিন।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। তার মধ্যে রয়েছে ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা। সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। অদ্ভুত না। মেট্রোচালক বললেন, “এটা তো বিশাল বড় প্রাপ্তি। যখন গঙ্গার তলা থেকে মেট্রো যায় তখন সেই অনুভূতি দেওয়ার জন্য মাছের ছবি দেওয়া রয়েছে। নীল আলো জ্বলছে।” অর্থাৎ, আপনার মেট্রো যেই মুহূর্তে গঙ্গার বক্ষে প্রবেশ করবে সেটি বোঝানোর জন্য নীল আলোর ব্যবস্থা করা হয়েছে। তখনই বুঝতে পারবেন আপনি গঙ্গার নিচে রয়েছেন।
হাওড়া স্টেশন থেকে মেট্রোতে উঠলে কোথায় কীভাবে যাবেন?
কেউ এসপ্ল্যানেড থেকে যদি হাওড়া ময়দান যেতে চান তাহলে মাঝে স্টেপেজ পড়বে হাওড়া মেট্রো, তারপর হওড়া ময়দান। আবার হাওড়া ময়দান থেকে যদি মেট্রো ধরেন তাহলে সরাসরি চলে আসবেন এসপ্ল্যানেড। পরবর্তীকালে যাত্রা পথ যদি হয়ে থাকে দক্ষিণেশ্বর কিংবা শহিদ ক্ষুদিরাম। তাহলে আপনাকে মেট্রো বদল করতে হবে শুধুই। আর জানেন কি গোটা বিষয়টি হয়ে যাবে একবার টিকিট কাটলেই। শুধু আপনাকে ঠিক করতে হবে কোথা থেকে কোথায় যাচ্ছেন। তারপর সেই মেট্রো স্টেশনে একবার টিকিট কাটুন। আর পৌঁছে যান নিজের গন্তব্যে। মেট্রোর সিপিআরও বলেন, “হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলে কলকাতা শহরের যে কোনও জায়গায় পৌঁছে যাবেন। শুধু ট্রেন পরিবর্তন করতে হচ্ছে। নতুন করে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না। খুব শীঘ্রই মিলবে পরিষেবা।”
কলকাতা: ভাবুন গঙ্গার বক্ষ দিয়ে যাচ্ছেন গন্তব্যে। শুনেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে না? কিন্তু আদৌ কি বুঝতে পারবেন ঠিক কখন আপনি গঙ্গার নিচে রয়েছেন? দীর্ঘ কয়েক বছর ধরে এই সব প্রশ্ন নিয়েই অপেক্ষা করছিল বাঙালি। গঙ্গার নিচ থেকে মেট্রো কবে চলবে সেই নিয়ে বাড়ছিল কৌতুহল। অবশেষে আজ এসে গেল সেই দিন। বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচ থেকে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গঙ্গার নিচে মেট্রো গেলে অনুভুতি কেমন হবে বলুন তো? কতক্ষণই বা সময় লাগবে? খুঁটিনাটি সবটা জেনে নিন।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। তার মধ্যে রয়েছে ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা। সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। অদ্ভুত না। মেট্রোচালক বললেন, “এটা তো বিশাল বড় প্রাপ্তি। যখন গঙ্গার তলা থেকে মেট্রো যায় তখন সেই অনুভূতি দেওয়ার জন্য মাছের ছবি দেওয়া রয়েছে। নীল আলো জ্বলছে।” অর্থাৎ, আপনার মেট্রো যেই মুহূর্তে গঙ্গার বক্ষে প্রবেশ করবে সেটি বোঝানোর জন্য নীল আলোর ব্যবস্থা করা হয়েছে। তখনই বুঝতে পারবেন আপনি গঙ্গার নিচে রয়েছেন।
হাওড়া স্টেশন থেকে মেট্রোতে উঠলে কোথায় কীভাবে যাবেন?
কেউ এসপ্ল্যানেড থেকে যদি হাওড়া ময়দান যেতে চান তাহলে মাঝে স্টেপেজ পড়বে হাওড়া মেট্রো, তারপর হওড়া ময়দান। আবার হাওড়া ময়দান থেকে যদি মেট্রো ধরেন তাহলে সরাসরি চলে আসবেন এসপ্ল্যানেড। পরবর্তীকালে যাত্রা পথ যদি হয়ে থাকে দক্ষিণেশ্বর কিংবা শহিদ ক্ষুদিরাম। তাহলে আপনাকে মেট্রো বদল করতে হবে শুধুই। আর জানেন কি গোটা বিষয়টি হয়ে যাবে একবার টিকিট কাটলেই। শুধু আপনাকে ঠিক করতে হবে কোথা থেকে কোথায় যাচ্ছেন। তারপর সেই মেট্রো স্টেশনে একবার টিকিট কাটুন। আর পৌঁছে যান নিজের গন্তব্যে। মেট্রোর সিপিআরও বলেন, “হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলে কলকাতা শহরের যে কোনও জায়গায় পৌঁছে যাবেন। শুধু ট্রেন পরিবর্তন করতে হচ্ছে। নতুন করে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না। খুব শীঘ্রই মিলবে পরিষেবা।”