Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ripun Bora Joins TMC : হাত ছেড়ে জোড়াফুলে অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান, অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে রিপুন

Ripun Bora Joins TMC : আবারও দল ভারী হল তৃণমূল কংগ্রেসের। হাত ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান রিপুন বোরা। রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে দলে যোগ দিলেন তিনি।

Ripun Bora Joins TMC : হাত ছেড়ে জোড়াফুলে অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান, অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে রিপুন
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 6:35 PM

কলকাতা ও গুয়াহাটি : আবারও দল ভারী হল তৃণমূল কংগ্রেসের (TMC)। হাত ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান রিপুন বোরা (Ripun Bora)। রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (All India General Secretary ) অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে দলে যোগ দিলেন তিনি। সদ্য়ই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন অসমের প্রাক্তন কংগ্রেস নেতা রিপুন বোরা। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে রিপুন বোরার দলে যোগদানের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে।

কংগ্রেস থেকে ইস্তফা

দীর্ঘদিন অসম কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব সামলানোর পর কংগ্রেস থেকে ইস্তফা দিলেন রিপুন বোরা। দলের সভাপতি সনিয়া গান্ধীকে লেখা ইস্তফা পত্রে তিনি লিখেছেন, “দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিজেপিকে ঠেকাতে ঐক্যবদ্ধভাবে ও আক্রমণাত্মকভাবে লড়াই করার পরিবর্তে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা নিজেদের স্বার্থের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছেন।” তাঁর আরও সংযোজন, কংগ্রেসের অন্দরের এই দ্বন্দ্বে আখেড়ে লাভ হয়েছে বিজেপির। অসমে কংগ্রেসকে নতুন করে গড়ে তুলতে তাঁর অবদান অনেক। তিনি দাবি করেছেন যে, ২১ এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে চ্য়ালেঞ্জ জানানোর জন্য কংগ্রেসকে গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে মানুষ ভরসা হারাতে শুরু করেছে। তার ফল ২১ এর বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হয়েছে। সনিয়া গান্ধীকে লেখা চিঠিতে তিনি লিখেছেন,”আমি আপনাকে জানাতে খুব বেদনাবোধ করছি যে অসমে এটি একটি প্রকাশ্য গোপনীয়তা যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে অসমের প্রদেশ কংগ্রেস কমিটির সিনিয়র নেতাদের একটি অংশ বিজেপি সরকারের সঙ্গে প্রধানত মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বোঝাপড়া বজায় রেখে চলেছে।”

অভিষেকের উপস্থিতিতে দলে যোগদান

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা রিপুন বোরা। এদিন দলে যোগদানের ছবি টুইট করে অভিষেক লিখেছেন, “এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রিপুন বোরা। এই দক্ষ রাজনীতিককে আমাদের পরিবারে স্বাগত জানাই।” তিনি আরও লিখেছেন, “আপনাকে দলে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং জনগণ মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করব আমরা।”

উল্লেখ্য,  ২১-র বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরই দিল্লির আসনকে নতুন লক্ষ্য বানিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের উপস্থিতি তৈরি করতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বিশেষ নজর উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। ত্রিপুরা, মেঘালয় এবং অসমে ইতিমধ্যেই সংগঠন তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই গত বছর নভেম্বরে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। যেখানে তৃণমূলের বর্তমান লক্ষ্য উত্তর-পূর্বের রাজ্যগুলি সেখানে অসমের কংগ্রেস নেতার তৃণমূলে যোগদান নিঃসন্দেহে দলের জন্য তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন : Delhi Clash : জাহাঙ্গিরপুরী সংঘর্ষের পর জনগণকে ‘সতর্ক’ থাকার নির্দেশ দিল্লি পুলিশের