Recruitment Corruption Case: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার! CID-র কেসে জামিন SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার
Recruitment Corruption Case: শান্তিপ্রসাদ যেহেতু সরকারি কর্মী তাই তাঁকে গ্রেফতারের পর নিয়ম মোতাবেক সরকারের থেকে ‘অনুমতি’ নিতে হয়। সেই রিপোর্টই স্যাংশন রিপোর্ট। কিন্তু, তা এখনও জমা পড়েনি। কিন্তু আদালত মনে করছে এটার এই মুহূর্তে প্রয়োজন নেই।

কলকাতা: সিআইডি গ্রেফতারিতে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার জামিন মঞ্জুর করল আদালত। জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালত মনে করছে না, এই মামলায় মামলাকারীর হেফাজতে থাকার কোনও কারণ আছে। এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির।
শান্তিপ্রসাদ যেহেতু সরকারি কর্মী তাই তাঁকে গ্রেফতারের পর নিয়ম মোতাবেক সরকারের থেকে ‘অনুমতি’ নিতে হয়। সেই রিপোর্টই স্যাংশন রিপোর্ট। কিন্তু, তা এখনও জমা পড়েনি। কিন্তু আদালত মনে করছে এটার এই মুহূর্তে প্রয়োজন নেই। এই মামলায় অন্যান্য অভিযুক্তরা ইতিমধ্যেই জামিন পেয়েছে। এই মর্মেই জামিন মঞ্জুর। তবে নির্দেষ্ট দিনে, নিম্ন আদালতে হাজিরা দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১০,০০০ টাকার বেল বন্ডে জামিন মঞ্জুর হয়েছে শান্তি প্রসাদের।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শেখ সিরাজউদ্দিনের স্ত্রীকে বেআইনি চাকরি দেওয়ার মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে সিবিআই হেফাজতে থাকা অবস্থায় প্রায় দেড় বছর আগে শোন অ্যারেস্ট করে সিআইডি। সেই মামলাতেই জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে সিবিআই তাঁকে যে মামলায় গ্রেফতার করেছিল সেই মামলায় এখনও তাঁর জামিন বাকি। তাই থাকতে হচ্ছে জেলেই।
