কলকাতার: প্রতারণার নতুন অস্ত্র CBSE ফেক স্যাম্পেল প্রশ্ন। CBSE-র নাম হাতিয়ে নিয়ে চলছে অসাধু চক্র। সোশ্যাল মিডিয়ায় প্রতারণার নতুন টোপ। ফেক স্যাম্পেল প্রশ্নের লিঙ্কে লুকিয়ে বিপদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টার কলকাতা ও শহরতলির মোবাইল গ্রাহকদের ফোনে একটি মেসেজ আসছে। তাতে দেখা যাচ্ছে, CBSE-এর তরফ থেকে মেসেজ পাঠানো হচ্ছে। বলা হচ্ছে, CBSE এক স্যাম্পেল প্রশ্নপত্র তৈরি করেছে। নীচেই তার একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া হচ্ছে। তদন্তকারীরা বলছেন,সেই লিঙ্ক ক্লিক করতেই এনি ডেস্ক বা এই জাতীয় অ্যাপ সক্রিয় হয়ে যাচ্ছে। প্রতারক সরাসরি গ্রাহকের মোবাইলের অ্যাকসেস পেয়ে যাচ্ছে। সেই থেকেই ব্যাঙ্ক ডিটেইল নিয়ে আর্থিক প্রতারণা করছে। গত দু’দিন ধরে একটা মারাত্মক প্রবণতা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা সাধারণ মানুষকে সতর্ক করছেন। কেবলমাত্র CBSE-র অফিসিয়াল ওয়েবসাইট দেখারই পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি এই ধরনের কোনও বোর্ড কিংবা সংস্থার তরফে মেসেজ এলে, তা ক্লিক না করে কেবল অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তথ্য সংগ্রহ করতে বলছেন তদন্তকারীরা। সাইবার সেলের পুলিশ কর্তারা আপাতত খুঁজে বার করার চেষ্টা করছেন, কোথা থেকে এই মেসেজগুলো পাঠানো হচ্ছে।
তদন্তকারীরা বলছেন, এর আগেও এই ধরনের একাধিক প্রতারণা জাল বিছিয়েছিল অপরাধীরা। মোবাইলে জরুরি তথ্যের ভিত্তিতে একটি লিঙ্ক আসত। তা ক্লিক করতেই ফাঁদে পা দিতেন গ্রাহক। এবার CBSE-র নাম ব্যবহার করে জাল বিছিয়েছে প্রতারকরা। কারণ তারা ধরেই নিয়েছে, যাদের বাড়ির সন্তান CBSE বোর্ডের ছাত্র, তারা আকস্মিক এই মেসেজ দেখলে স্বভাবসিদ্ধভাবেই তা ক্লিক করতেই। আপাতত এই মেসেজের সূত্র ধরেই তদন্ত শুরু করেছেন সাইবার সেলের কর্তারা।
গোখেল মেমরিয়াল গার্লস স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রাণী মিত্র বলেন, “এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রশ্নপত্রের নমুনা ডাউনলোড করার অনুরোধ করব ছাত্রছাত্রীদের।”