Fraud Case: সিরিয়াল অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে প্রতারণা, গ্রেফতার আদালতের মুহুরি

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2024 | 2:20 PM

Fraud Case: অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী বছর খানেক আগে আইনী সমস্যায় পড়েছিলেন।

Fraud Case: সিরিয়াল অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে প্রতারণা, গ্রেফতার আদালতের মুহুরি
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: মডেল সিরিয়াল অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেল করারও অভিযোগ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী বছর খানেক আগে আইনী সমস্যায় পড়েছিলেন। সেইসময় তাঁর সঙ্গে পরিচয় হয় ফারহাদ খানের। ফারহাদ ব্যাঙ্কশাল কোর্টে মুহুরির কাজ করেন।

নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। ক্রমশ সম্পর্ক গাঢ় হয় তাঁদের মধ্যে। দু’জনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। অভিনেত্রীর গাড়িও ব্যবহার করতেন ফারহাদ। বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে প্রায় ১২ লক্ষ টাকা নেন তিনি। পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন ফারহাদ। এই ঘটনায় অভিনেত্রী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article