Gopal Dalapati’s Wife: মেরেকেটে পেতেন আড়াই হাজার! লোহার কারবারি-কাঠের মিস্ত্রিকে ধরে পরিচালকদের নজরে এসেছিল গোপালের স্ত্রী হৈমন্তী

Soma Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 24, 2023 | 12:52 PM

Gopal Dalapati's Wife: দীর্ঘদিন ধরেই টলিগঞ্জের ফ্ল্যাটে গোপালের সঙ্গে থেকেছেন হৈমন্তী। তবে গত কয়েকদিন ধরে তাঁরা আর আসেননি বলেই জানাচ্ছেন আবাসিকরা।

Gopal Dalapatis Wife: মেরেকেটে পেতেন আড়াই হাজার! লোহার কারবারি-কাঠের মিস্ত্রিকে ধরে পরিচালকদের নজরে এসেছিল গোপালের স্ত্রী হৈমন্তী
গোপাল দলপতির স্ত্রী অভিনীত একটি দৃশ্য

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। রাতারাতি লাইমলাইটে ‘স্ট্রাগলিং অ্যাক্টর’। হৈমন্তীর সঙ্গে রয়েছে টলিউড যোগের তথ্য উঠে আসছে। মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু। এরপর সিনেমায় কাজ করেছেন তিনি। জানা যাচ্ছে, সমীরকুমার পণ্ডিত নামে এক ব্যক্তি হৈমন্তীর সিনেমাতে বিনিয়োগ করেছিলেন। ওই ব্যক্তি হৈমন্তীরই পরিচিত বলে দাবি করেছেন পরিচালক শ্যামল বোস। TV9 বাংলার হাতে এসেছে সেই সিনেমার স্ক্রিপ্ট। এই সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি।

TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে যান হৈমন্তীর টলিগঞ্জের ফ্ল্যাটে। আবাসিকরা দাবি করছেন, এখানেই থাকতেন হৈমন্তী ও গোপাল। ফ্ল্যাটের বাইরে ছড়ানো ছিল জঞ্জাল। তার মধ্যে থেকেই একটি স্ক্রিপ্ট পাওয়া যায়। খোঁজ করতে জানা যায়, সেটি ‘অচেনা উত্তম’ নামে একটি সিনেমার স্ক্রিপ্ট। তাতে নার্সের চরিত্রে অভিনয় করেছিলেন হৈমন্তী। কিন্তু তাতে কিছু জটিলতা তৈরি হয়েছিল। সিনেমার পরিচালক অতনু বোস বলেন, “এটা পুরোটাই বম্বে প্রোডাকশন। ওদের কারোর ইনভেস্টমেন্ট লাগেই না। আমার বাড়িতে সিরাজ বলে একজন কাঠের মিস্ত্রি কাজ করতেন, ওই বারবার আমাকে বলেছিল এই মেয়েটার কথা। আমার একটা নার্সের চরিত্র ছিল। মেয়েটা একদিন কাজ করে। একদিন কাজ করার পরই তাঁর অন্য লোক নিয়ে হোটেলে পৌঁছে যায়। ওকে অফ করে দিই। আমার কাছ থেকে দুই-আড়াই হাজার পেমেন্ট পেয়েছিল। ওকে দিয়ে ডাবিং পর্যন্ত করাই নি আমি। ডাকিই নি আর।”

এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘জাল’ নামক একটি ছবিতেও অভিনয় করেছিলেন হৈমন্তী। সেই ছবির পরিচালক শ্যামল বোস বলেন, “হৈমন্তীর পরিচিত সমীরকুমার পণ্ডিত এই ছবিতে ইনভেস্ট করেছিল। ওই এনেছিল তাকে। ও বোধহয় হাওড়ায় লোহার কারবার রয়েছে। ওই হায়ার করেছিল।” আরও একটি ছবির নাম জানা যাচ্ছে, ‘আনটোল্ড লাভ’, পরিচালক প্রীতম মুখোপাধ্যায়। এখানেও একটা ছোট্ট চরিত্রে অভিনয় করার কথা ছিল।

দীর্ঘদিন ধরেই টলিগঞ্জের ফ্ল্যাটে গোপালের সঙ্গে থেকেছেন হৈমন্তী। তবে গত কয়েকদিন ধরে তাঁরা আর আসেননি বলেই জানাচ্ছেন আবাসিকরা। শুক্রবার সকালে টালিগঞ্জের সেই ফ্ল্যাটে গিয়ে দেখা গেল তা তালাবন্ধ। বাকি আবাসিকরা বলছেন, ২০১৫ সালের আগেই তাঁরা এই ফ্ল্যাটটি কিনেছিলেন। এখানে থাকলেও, মাঝেমধ্যে তাঁরা অন্য কোথাও গিয়ে থাকতেন। তবে ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ-সহ যে কোনও আলোচনায় তাঁরা অংশ নিতেন। নিয়োগ দুর্নীতির তথ্য তালাসে অর্পিতা মুখোপাধ্যায়ের পর আবারও এক গ্ল্যামার যোগে নতুন করে পারদ চড়ল বাংলায়।

Next Article