Goutam Pal: হাতে চার ঘণ্টা সময়, পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি

Goutam Pal: টেট উত্তীর্ণ জানতে পেরে চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করেন পল্লব। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই চাকরিপ্রার্থীকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন।

Goutam Pal:  হাতে চার ঘণ্টা সময়, পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি
গৌতম পালকে সময়সীমাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 1:27 PM

কলকাতা: চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, বিকেল ৩টে ২০ মিনিটের মধ্যে আদালতের পূর্ব নির্দেশ মানতে হবে। ২০১৪ সালের টেটে অংশ নেন প্রাথমিকের চাকরিপ্রার্থী পল্লব বারিক। ওই পরীক্ষায় তিনি পাশ করেননি বলে জানায় পর্ষদ। তারপর এতগুলো বছর কেটে যায়। পর্ষদের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন পল্লব। চাকরিপ্রার্থীর বক্তব্য,  আবার গত বছর পর্ষদ জানায়, টেটে পাশ করেছেন তিনি। শুধু তাই নয়, তিনি ৯২ শতাংশ নম্বর পেয়েছেন।

টেট উত্তীর্ণ জানতে পেরে চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করেন পল্লব। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই চাকরিপ্রার্থীকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন।

আদালতের পর্যবেক্ষণ,  দু’মাসের বেশি সময়েও আদালতের নির্দেশ কার্যকর করেনি পর্ষদ। শুক্রবার এই মামলাটি ফের হাইকোর্টে ওঠে। চাকরিপ্রার্থী আদালতে সওয়াল করেন, পর্ষদ কেন আদালতের নির্দেশ কার্যকর করেনি? এরপরই বিচারপতি ক্ষুব্ধ হন।   তাঁঁর নির্দেশ,  শুক্রবারই আদালতের পূর্ব নির্দেশ কার্যকর করতে হবে। আর তার জন্য চার ঘণ্টা সময়সীমা বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  বিচারপতি আরও স্পষ্ট করে দেন,  নির্দেশ না মানা হলে গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে। এই মামলায় এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।