Ration Scam: রেশনে ‘ধাপ্পাবাজি’ ঠেকাতে কড়া রথীন, ই-পস, ই-ওজন নিয়ে ময়দানে সরকার

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Nov 22, 2023 | 5:27 PM

Ration Scam: প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের নানা প্রান্তে রেশন ডিলারদের বিরুদ্ধে রেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষোভের বাতাবরণও তৈরি হয়েছে জনমানসে। যদিও সিংহভাগ ক্ষেত্রে ডিলাররা আবার ডিস্ট্রিবিউটরদের কোর্টে বল ঠেলেছেন।

Ration Scam: রেশনে ‘ধাপ্পাবাজি’ ঠেকাতে কড়া রথীন, ই-পস, ই-ওজন নিয়ে ময়দানে সরকার
রথীন ঘোষ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: সরকারি গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহের ঘটনায় ভারপ্রাপ্ত আধিকারিকদের ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মন্ত্রীর দাবি, রেশনে ই-পস ব্যবস্থা পুরোপুরি স্বচ্ছ। ডিলাররা গতমাসের বরাদ্দ খরচ করতে না পারলে এ মাসের বরাদ্দ কাটা যাচ্ছে। ই-পসের তথ্যে গরমিল থাকলে গ্রাহকরাও অভিযোগ জানাতে পারবেন। রেশনে খারাপ সামগ্রী দিলে তা না নিতে গ্রাহকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী স্পষ্ট বার্তাও দিয়েছেন। খাদ্য দফতরকে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রীর দাবি। বলছেন, “কতটা সামগ্রী আপনি পাচ্ছেন সে বিষয়ে আপনার ফোনে যাচ্ছে সে বিষয়ে আপনার কাছে একটা এসএমএস যায়। তাই ডিলার যদি মাল কম দেন তাহলে অভিযোগ জানানো উচিত। কিন্তু, আমাদের কাছে যদি কেউ অভিযোগ না করে মাল নিয়ে চলে যান তাহলে আমরা আটকাব কী করে?” 

যদিও রেশনে ই-ওজন চালু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। কম ওজন থাকলে মেশিন থেকে স্লিপই বের হবে না। রথীন ঘোষ বলছেন, “ধরা যাক আপনার ৫ হাজার কার্ডে ২৫ হাজার কেজি পাওয়ার কথা। আপনি তা পেলেন। এবার দেখা গেল ২৫ হাজার কেজির মধ্যে আপনি ২৩ হাজার কেজি ডিস্ট্রিবিউশন করেছেন। ২ হাজার পারেননি। ওই ২ হাজারের মাল যেটা থেকে যাবে সেটা পরের মাসে ফের মাল দেওয়ার সময় বুঝে নেওয়া হবে। আগের ২ হাজার কেজি কেটে নিয়ে বাকি প্রাপ্য দেওয়া হবে।” 

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের নানা প্রান্তে রেশন ডিলারদের বিরুদ্ধে রেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষোভের বাতাবরণও তৈরি হয়েছে জনমানসে। যদিও সিংহভাগ ক্ষেত্রে ডিলাররা আবার ডিস্ট্রিবিউটরদের কোর্টে বল ঠেলেছেন। অভিযোগ, ডিস্ট্রিবিউটরদের থেকে মাল কম আসছে। এ প্রসঙ্গে রথীন বলেন, “কেউ বলছেন ডিস্ট্রিবিউটররা ডিলারদের মাল কম দিচ্ছেন। আমাদের অর্ডার হচ্ছে ডিস্ট্রিবিউটররা যে মাল দিচ্ছেন সেটা তাঁরা মেপে নিতে পারেন। পাশাপাশি টিআর চালান যতক্ষণ না তাঁরা সই করছেন ততক্ষণ ডিস্ট্রিবিউটররা টাকা পাবেন না। তাহলে কেন ডিলাররা দেখে নিচ্ছেন না আগে সেটা প্রশ্ন। পরে বলছেন কম দিচ্ছে। কিন্তু, প্রশ্নটা হচ্ছে নিচ্ছেন কেন?”

Next Article