Sahajan Sheikh: ‘শীঘ্রই জানতে পারবেন’, বেপাত্তা শাহজাহান প্রসঙ্গে কোন ইঙ্গিত দিলেন রাজ্যপাল
C V Ananda Bose: ইডির তদন্তকারী দলের উপর হামলার ঘটনার পর, শুরু থেকেই কড়া প্রতিক্রিয়া শোনা গিয়েছিল রাজ্যপালের গলায়। রাজভবন থেকে হোক বা হাসপাতালে ইডির অফিসারদের দেখতে গিয়ে হোক, প্রত্যেকবার তিনি বুঝিয়ে দিয়েছেন, যা ঘটেছে, তা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। এসবের মধ্যেই আজ রাজ্যপালের এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কলকাতা: শেখ শাহজাহানের ডেরায় ঢুকে অবশেষে তল্লাশি চালিয়েছে ইডি। বাড়িতে নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শেখ শাহজাহান কোথায়? সেই উত্তর এখনও অধরা। ইডির উপর হামলার এতদিন পরেও তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি। এসবের মধ্যে বৃহস্পতিবার ফের শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আশাবাদী, শীঘ্রই কিছু একটা হতে চলেছে। প্রসঙ্গত, ইডির তদন্তকারী দলের উপর হামলার ঘটনার পর, শুরু থেকেই কড়া প্রতিক্রিয়া শোনা গিয়েছিল রাজ্যপালের গলায়। রাজভবন থেকে হোক বা হাসপাতালে ইডির অফিসারদের দেখতে গিয়ে হোক, প্রত্যেকবার তিনি বুঝিয়ে দিয়েছেন, যা ঘটেছে, তা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। এসবের মধ্যেই আজ রাজ্যপালের এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শাহজাহান প্রসঙ্গে এদিন রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যখন কোনও বিষয়ে তদন্ত চলে, তখন রাজ্যপালের সেই বিষয়ের মধ্যে ঢোকা উচিত নয়। কিন্তু আমি বলেছিলাম, হয় তাঁকে (শাহজাহানকে) গ্রেফতার করা হোক, কিংবা জানানো হোক, কেন গ্রেফতার করা যাচ্ছে না।’ রাজ্যপালের বক্তব্য, ইডির মূল লক্ষ্য তাঁকে গ্রেফতার করা নয়, সেখানে তল্লাশি চালানো। সেটা ইতিমধ্যেই হয়েছে। এরপরই রাজ্যপাল বলেন, ‘এবার প্রশ্ন হল, কবে গ্রেফতার হবে? আপনারা শীঘ্রই তার উত্তর পেয়ে যাবেন।’
উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস শুরু থেকেই এই ঘটনার তীব্র নিন্দা করে আসছেন। সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির টিম আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, গণতন্ত্র আক্রান্ত হয়েছে। এটা প্রত্যেকের জন্য লজ্জার। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যা ঘটেছে তা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। রাজ্যপাল বোস আরও বলেছিলেন, ‘কে কালপ্রিট সকলেই জানে। যদি না ধরা যায়, কেন ধরা যাচ্ছে না, সর্বসমক্ষে বলা হোক।’