Governor CV Anand Bose: বদলে যাচ্ছে গলার স্বর! চিকিৎসার জন্য ফের সরকারি হাসপাতালে রাজ্যপাল

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 23, 2023 | 4:25 PM

Governor CV Ananda Bose: সূত্রের খবর, গলা খুসখুস করছে রাজ্যপালের। শুধু তাই নয়, বক্তৃতা দেওয়ার সময় নাকি তাঁর গলার স্বর বদলে যাচ্ছে।

Governor CV Anand Bose: বদলে যাচ্ছে গলার স্বর! চিকিৎসার জন্য ফের সরকারি হাসপাতালে রাজ্যপাল

Follow Us

কলকাতা : আর আহমেদ ডেন্টাল কলেজের পর এবার এসএসকেএম (SSKM)। ফের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ হাসাপাতালে পৌঁছন তিনি। ইএনটি বিভাগে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। প্রায় ৫০ মিনিট ছিলেন ভিতরে। পরে বেরিয়ে যান। জানা গিয়েছে, গলার সমস্যার জন্যই এদিন উডবার্ন বিভাগে গিয়েছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁর সমস্যার কথা শুনেছেন ও প্রয়োজনীয় পরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে। রাজ্যপাল এদিন কোনও কথা বলেননি।

সূত্রের খবর, গলা খুসখুস করছে রাজ্যপালের। শুধু তাই নয়, বক্তৃতা দেওয়ার সময় নাকি তাঁর গলার স্বর বদলে যাচ্ছে। তিনি কী বলছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে শ্রোতাদের। কেন এমন হচ্ছে তা জানতেই সরকারি হাসপাতালে গিয়েছিলেন তিনি। এসএসকেএম সূত্রে খবর, রাজ্যের মধ্যে একমাত্র ওই হাসপাতালেই ভয়েস অ্যানালাইজার আছে।

এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন তিনিও এসএসকেএম গলার চিকিৎসা করাতে গিয়েছিলেন। তাঁর গলায় কফ জমে থাকার পুরনো সমস্যা ছিল। সেই কারণেই ইএনটি বিভাগে গিয়েছিলেন তিনি। সেখানে ল্যারিঙ্গোস্কোপি নামে তাঁর গলার পরীক্ষা করা হয়েছিল। এসএসকেএমের পরিষেবায় অভিভূত হয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল। প্রশংসাও করেছিলেন তিনি। এবার তাঁর উত্তরসূরীকেও দেখা গেল এসএসকেএমে একই বিভাগে চিকিৎসার জন্য যেতে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দাঁতের সমস্যা হওয়ায় শিয়ালদায় আর আহমেদ ডেন্টাল কলেজে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। জানা যায়, এক বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য গিয়ে খরচের বহর দেখে চমকে যান তিনি। পরে সরকারি ডেন্টাল কলেজের পরিষেবায় সন্তুষ্ট হন তিনি।

Next Article