কলকাতা: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। অসুস্থতার খবর পেতেই জানিয়ে দিয়েছিলেন তিনি শীঘ্রই যাচ্ছেন হাসপাতালে। দ্রত আরোগ্যও কামনা করেছিলেন। অবশেষে বিকাল ৪টে ৫০ মিনিট নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। উডল্যান্ড হাসপাতালের আইসিইউ-র ৫১৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন বুদ্ধদেব। হাসপাতালে পৌঁছেই সোজা সেখানে চলে যান রাজ্যপাল। বাইরে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
এদিকে আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে সি ভি আনন্দ বোস বলেছিলেন, “উনি একজন নেতা। আমার খুবই চিন্তা হচ্ছে। উনি হাসপাতালে ভর্তি হয়েছেন জানার পর থেকেই খুবই উদ্বেগে রয়েছি। আমরা নিশ্চিত উনি দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরবেন। আমরা তাঁর জন্য প্রার্থনা করব।”
সূত্রের খবর, গত সাতদিনে বুদ্ধদেবের শ্বাসকষ্টজনিত সমস্যা অনেকটা বেড়েছে। বর্তমানে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রক্তে কমেছে অক্সিজেনের মাত্রা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে বর্তমানে তাঁর শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা ৭০ এর আশেপাশে। তাঁর চিকিৎসায় ইতিমধ্যেই তৈরি করা হয়েছে মেডিকেল বোর্ড। উডল্যান্ডের ডাক্তারদের উপর আস্থা রাখছেন খোদ রাজ্যপালও। হাসপাতালে দাঁড়িয়ে বলেন, “উনি খুবই ভাল ডাক্তারদের হাতে রয়েছেন। উনি ভাল চিকিৎসা পাবেন। আমরা আশা করছি খুব দ্রুত উনি সুস্থ হয়ে উঠবেন।”