Haridevpur: তার জড়ানো অবস্থায় ভ্যাটে পড়ে কী? হরিদেবপুরে ছুটে গেল বম্ব স্কোয়াড

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 17, 2023 | 12:11 PM

Haridevpur: জানা গিয়েছে, রবিবার সকালে পুরসভার ভ্যাটে ময়লা ফেলতে এসেছিলেন পৌরসভার কর্মীরা। সেই সময় সন্দেহজনক বস্তু তাঁরা দেখতে পান। পৌরকর্মীদের বক্তব্য, ওই বস্তুটিকে বোমার মতো দেখতে। তার ভিতর থেকে বেরিয়ে রয়েছে দু'টি তার। সঙ্গে জড়ানো রয়েছে সুতলি।

Haridevpur: তার জড়ানো অবস্থায় ভ্যাটে পড়ে কী? হরিদেবপুরে ছুটে গেল বম্ব স্কোয়াড
তার জড়ানো বস্তুটি কী?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: এতদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। তবে এবার খোদ কলকাতায় ছড়াল বোমাতঙ্ক। হরিদেবপুরে সন্দেহজনক বস্তু ঘিরে ছড়াল আতঙ্ক। জানা গিয়েছে, বালতিতে রাখা তার জড়ানো ওই বস্তুটি কী? আদৌ বোমা নাকি অন্য কিছু তা নিয়েই ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, রবিবার সকালে পুরসভার ভ্যাটে ময়লা ফেলতে এসেছিলেন পৌরসভার কর্মীরা। সেই সময় সন্দেহজনক বস্তু দেখতে পান তাঁরা। পৌরকর্মীদের বক্তব্য, ওই বস্তুটিকে বোমার মতো দেখতে। তার ভিতর থেকে বেরিয়ে রয়েছে দু’টি তার। সঙ্গে জড়ানো রয়েছে সুতলি। এরপরই ওই বস্তুটিকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ায়। চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়।

খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে ঘিরে রেখেছে এলাকা। সংশ্লিষ্ট বস্তুটিকে তুলে একটি জলের বালতির মধ্যে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আধিকারিকদের প্রাথমিক অনুমান বস্তুটি বোমা হলেও হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে একটি সুইচ মিলেছে।

Next Article