Health Commission: অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য আটকানোর ভার স্বাস্থ্য কমিশনের উপরেই ছাড়ল রাজ্য

Sourav Dutta | Edited By: Soumya Saha

May 25, 2023 | 12:00 AM

Ambulance Service: দেড় ঘণ্টার বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান, অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে দ্রুত কঠোর পদক্ষেপ করবে কমিশন।‌ এই বিষয়ে পরিবহণ দফতরের সচিবের সঙ্গেও কমিশনের কথা হয়েছে।

Health Commission: অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য আটকানোর ভার স্বাস্থ্য কমিশনের উপরেই ছাড়ল রাজ্য
বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবায় এবার কড়াকড়ি করতে চলেছে স্বাস্থ্য কমিশন

Follow Us

কলকাতা: বুধবার সন্ধেয় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (CS Hari Krishna Dwivedi) সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিল রাজ্য স্বাস্থ্য কমিশন (Health Commission)। বৈঠক শেষে অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য আটকানোর ভার স্বাস্থ্য কমিশনের উপরেই ছাড়ল রাজ্য প্রশাসন। নন্দনে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠকে এমন সিদ্ধান্তই উঠে এল। সন্ধে সাড়ে ৬টা নাগাদ বৈঠক শুরু হয়েছিল। দেড় ঘণ্টার বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান, অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে দ্রুত কঠোর পদক্ষেপ করবে কমিশন।‌ এই বিষয়ে পরিবহণ দফতরের সচিবের সঙ্গেও কমিশনের কথা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসাথীতে রোগী প্রত্যাখ্যান নিয়েও কমিশন একটি গাইডলাইন আনতে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি নন্দনেই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই বৈঠকের রেশ ধরে বুধবারের বৈঠক। দুই পক্ষের আলোচনায় বেশ কিছু সিদ্ধান্ত উঠে এসেছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল অ্যাম্বুলেন্সগুলির বাড়াবাড়ি আটকানোর দায়িত্ব কমিশনের উপরে ছেড়ে দেওয়া। এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানান, ‘অ্যাম্বুল্যান্স নিয়ে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। অ্যাম্বুল্যান্স নিয়ে আমাদের অ্যাডভাইজরি ছিল। আমরা বলেছিলাম বাতানুকুল অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২৫ টাকা এবং নন এসি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কিলোমিটার পিছু ২০ টাকা নেওয়ার কথা।’ উল্লেখ্য ২০২০ সালের অক্টোবর মাসের যে অ্যাডভাইজরির কথা কমিশন বলছে, তখন কোভিডর দাপট চারিদিকে। সেই সময়ে অ্যাডভাইজরিতে বলা হয়েছিল, কোভিড রোগীদের জন্য স্যাটিনাইজেশনের প্রয়োজনে ৩০০ টাকা নেওয়া যাবে এবং পিপিই কিটের খরচ হিসেবে ৫০০ টাকা নেওয়া যাবে। সঙ্কটজনক অবস্থা থাকলে ভেন্টিলেশন ও ক্রিটিকাল কেয়ার পরিষেবার জন্য আরও ৫০০ টাকা নেওয়া যাবে। এর পাশাপাশি অক্সিজেনের প্রয়োজন হলে, সেক্ষেত্রে ৩০০ টাকা অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য অতিরিক্ত নেওয়া যাবে বলেও জানিয়েছিল স্বাস্থ্য কমিশন।

এদিন নন্দনের বৈঠক থেকে কমিশনের চেয়ারম্যান জানান, ‘অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য কমাতে সক্রিয় হবে কমিশন। এই কাজে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য কমিশনকে প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করা হবে। বেসরকারি অ্যাম্বুল্যান্স কমিশনের এক্তিয়ারভুক্ত। বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকেরা পরিবহণ দফতরের সুবিধা পান। সেই বিষয়টি নিয়েও পরিবহন দফতরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’