আপডেট: ভাল আছেন বুদ্ধবাবু, হাসপাতাল থেকে ছাড়া হবে মঙ্গলবার

Dec 14, 2020 | 12:35 PM

সংবাদপত্রের শিরোনামে কী রয়েছে তাঁকে পড়ে শোনানো হয়।

আপডেট: ভাল আছেন বুদ্ধবাবু, হাসপাতাল থেকে ছাড়া হবে মঙ্গলবার
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরেই ছাড়া হবে তাঁকে। সোমবার জানাল উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি এই হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাতে ভালই ঘুম হয়েছে তাঁর। সোমবার সকালে উঠেই খবর নিয়েছেন চারপাশের। সংবাদপত্রের শিরোনামে কী রয়েছে তাঁকে পড়িয়ে শোনানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরোয়া পরিবেশে যেভাবে বুদ্ধবাবুকে রাখা হতো, এখন তাঁকে সেভাবে রাখা যেতে পারে বলেই চিকিৎসকরা আত্মবিশ্বাসী। এখনও অবধি তাঁর শারীরিক উন্নতির যে অগ্রগতি দেখা গিয়েছে তা বজায় থাকলে মঙ্গলবারই বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাড়ি ফিরে কী কী বিধিনিষেধে থাকতে হবে তাঁকে, সে বিষয়েও পরিবারের সঙ্গে কথা বলেছেন চিকিৎসকরা।

রবিবার তাঁকে ফল খাওয়ানো হয়। একইসঙ্গে নরম খাবারও দেওয়া হয়। খবরের শিরোনামে কী আছে, তাঁর কেবিনে কর্তব্যরতদের কাছে জানতে চান। তা পড়ে শোনানো হয়। চিকিৎসায় যেভাবে তিনি সাড়া দিচ্ছেন তা সন্তোষজনক বলেই জানিয়েছে উডল্যান্ডস কর্তৃপক্ষ। ফিজিওথেরাপি চলছে। প্রয়োজনীয় সবরকম ওষুধ ও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তাঁকে।

গত বুধবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের বিরামহীন লড়াইয়ে সোমবার তিনি অনেকটাই ভাল। আর ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। শনিবারই চিকিৎসকরা জানিয়েছিলেন সঙ্কটমুক্ত বুদ্ধবাবু। সেদিন থেকে স্যুপ, লাল চা দেওয়া হচ্ছিল তাঁকে। সাড়া দিচ্ছিলেন ফিজিওথেরাপিতেও। রবিবার তাঁর শারীরিক পরিস্থিতির আরও খানিকটা উন্নতি হয়।

Next Article