কলকাতা: দিল্লিতে প্রকৃতি সদয়, কলকাতায় নির্দয়। রাতের গরম ঘুম কাড়ছে কলকাতায়। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। মার্চ-শেষেও দিল্লিতে রাতে ঠান্ডার আমেজ। হাওয়া অফিস বলছে, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে বাংলায় আবার এদিনও দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।
এদিন তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। হাওয়া অফিস স্পষ্ট বলছে আগামী ২৪ ঘণ্টায় এখানে একই পরিস্থিতি থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। তবে সেলসিয়াস কাঁটা যাই বলুক ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেক বেশি থাকছে। তাই গরমের অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে আর রেহাই নেই। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে।
গরমেই কাটবে ইদের দিন। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরছে। তবে বৃষ্টির এখনই কোনও পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। আপাতত দু’দিন স্বাভাবিকের ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে পারদ। একজিন আগে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ২৬ থেকে ৯১ শতাংশের মধ্যে।