কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে ধেয়ে আসছে বৃষ্টি। আগামী ১-২ ঘণ্টায় কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার কিছু জায়গায় বজ্রপাতের সতর্কতাও থাকছে। শুধু কলকাতা নয়, এদিন সন্ধ্য়া থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গিয়েছে। মাটি হয়ে গিয়েছে সরস্বতী পুজোর শেষবেলার আনন্দ। পূর্ব বর্ধমানে মাঠে কাজ করতে গিয়ে একজনের মৃত্যুর খবরও মিলেছে। তাতেই বাড়ছিল উদ্বেগ। এরইমধ্যে এবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিল মৌসম ভবন।
পূর্ব বর্ধমানের গলসির বোমপুরে মাঠের কাজে গিয়েছিলেন সজনী মুর্মু। এদিন মাঠেই বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। রায়নায় আবার গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে কালনাতেই বৈদ্যপুরে ভেঙে গিয়েছে সরস্বতী পুজোর মণ্ডপ। আহত হয়েছে একজন।
আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটি জেলায়। রাতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও হুগলি, দুই চব্বিশ পরগনায়। এদিকে রাতভর বৃষ্টির জেরে তাপমাত্রায় পারাপতনও দেখা যেতে পারে। পারা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে শুক্রবার দুপুরের পর থেকে ধীরে ধীরে উন্নত হবে পরিস্থিতি। মেঘ কেটে ফের মিলবে রোদের দেখা। এমনটাই বলছে মৌসম ভবন। অন্যদিকে আগামী চব্বিশ ঘণ্টায় দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সিংহভাগ জেলার আকাশই মেঘলা থাকবে। সকালের দিকে চলবে কুয়াশার দাপট।