Weather Update: আগামী ৭২ ঘণ্টায় কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Jun 24, 2023 | 5:49 PM

Weather Update: আগামী ৭২ ঘণ্টায় সবথেকে বেশি পারাপতন দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্র কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এমনই জানাচ্ছ মৌসম ভবনের পূর্বাভাস।

Weather Update: আগামী ৭২ ঘণ্টায় কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাংলায় পা রেখেছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণ, ভিজছে বাংলার প্রায় সব জেলাই। আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদ অনুপ কুমার পাল। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে রাজ্যের সমস্ত উপকূলবর্তী জেলাতেই। বৃষ্টির জেরে গোটা রাজ্যেই আরও বেশ খানিকটা পারাপতন দেখতে পাওয়া যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। 

সবথেকে বেশি পারাপতন দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্র কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেও খবর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যার জেরে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১২ জুন উত্তরবঙ্গে ঢোকে বর্ষা। এদিকে কলকাতা সহ-দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সাধারণ সময় ১১ জুন। যদিও এবারে দক্ষিণবঙ্গে বর্ষা পা রাখতে বেশ কিছুটা দেরি করে। অবশেষে ১৯ জুন কলকাতায় ঢোকে বর্ষা। ২৩ জুন গোটা বাংলার সমস্ত জেলাতেই শুরু হয় বর্ষার বৃষ্টি। অন্যদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Next Article