Nabanna: হাওয়া খারাপ! তড়িঘড়ি জেলাশাকদের নিয়ে বৈঠকে মুখ্যসচিব
Nabanna: আবহাওয়া দফতর, বলছে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে বর্ষা। শুরু হয়েছে একটানা বৃষ্টি। সঙ্গে বিগত কয়েকদিন ছাতার মতো বাংলার আকাশের দখল নিয়ে বসে ছিল নিম্নচাপ। তাতে বর্ষার গতি আরও বেড়েছে।

কলকাতা: হাওয়া খারাপ! তাতেই কপালে চিন্তার ভাঁজ নবান্নের। অতিরিক্ত বৃষ্টির জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলির জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব। বৃষ্টির জেরে বন্যার সম্ভাবনা। সে কারণে আগাম সতর্কবাক্তা গেল জেলাশাসকদের কাছে। যে সব জায়গায় বন্যা হওয়ার আশঙ্কা সেই সব এলাকায় নবান্ন থেকে জেলা পরিদর্শনের নির্দেশ।
আবহাওয়া দফতর, বলছে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে বর্ষা। শুরু হয়েছে একটানা বৃষ্টি। সঙ্গে বিগত কয়েকদিন ছাতার মতো বাংলার আকাশের দখল নিয়ে বসে ছিল নিম্নচাপ। তাতে বর্ষার গতি আরও বেড়েছে। নিম্নচাপ সরলেও এখনই বৃষ্টির বিরাম নেই। জল ছেড়েই চলেছে ডিভিসি। পরিস্থিতি আরও প্রতিকূল হয়েছে। সামগ্রিক পরিস্থিতি দেখে আগেভাগেই সতর্ক হতে চাইছে নবান্ন, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
অন্যদিকে ইতিমধ্য়েই প্রবল বর্ষণে জল বেড়েছে পশ্চিমাঞ্চলের নদীগুলিতে। এদিনই নানা প্রান্তে ডুবেছে একের পর এক লরি। পরিস্থিতি খারাপ হয়েছে আসানসোলেও। তিনদিনের টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল মাটির দেওয়াল। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনা, আসানসোল পৌরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের জামুরিয়া বাকশিমুলিয়া দুই নম্বর এলাকার। মৃত্যু হয়েছে, উমাপদ মণ্ডল নামে এক ব্যক্তির। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরতোর তা বলার অপেক্ষা রাখে না।
