Rain Forecast: ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জোড়া ফলা! ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা
Rain Forecast: উত্তর-পূর্ব অসম এবং উত্তর বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পূর্বদিকের জেলাগুলিতে এদিনও চলবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী হবে।

কলকাতা: রাত থেকেই জেলায় জেলায় তুমুল বৃষ্টি। কলকাতাতেও একই ছবি। তবে একটানা নয়, বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। হাওয়া অফিস বলছে ব্রেক মনসুন। তবে দক্ষিণবঙ্গের থেকে ভয় বেশি উত্তরবঙ্গে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরের প্রায় সব জেলাতেই। কয়েকদিন ধরেই ফুঁসছিল তিস্তা, তোর্সার মত নদীগুলি। এবার নতুন করে বৃষ্টিতে আরও জলস্তর বাড়তে পারে। নিচু জায়গাগুলি ফের প্লাবিত হতে পারে।
গত কয়েকদিনে দফায় দফায় ধস নামতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ, সিকিমের মূল লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে। এরইমধ্যে ধসের জেরে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে সেবক-রংপো রেল প্রকল্পেও। ৭ নম্বর টানেলের মুখের পাশে যে ধস প্রতিরোধ দেওয়াল ছিল মঙ্গলবার সকালে তা ভেঙে পড়ে। ১৪টি টানেলের মধ্যে এই ৭ নম্বর টানেল কালিম্পংয়ের রবিঝোরায় রয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবারের আগে তীব্রতা খুব একটা কমছে।
মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কোচবিহার ও মালদাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
উত্তর-পূর্ব অসম এবং উত্তর বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পূর্বদিকের জেলাগুলিতে এদিনও চলবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৬ শতাংশের মধ্যে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলতেই থাকবে। এদিন শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়েছে ২৭.৬ মিলিমিটার।
