High Court on Sandeshkhali: তিন হাজার অভিযুক্ত আর ৪ জন গ্রেফতার! শাহজাহান-কাণ্ডে আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 15, 2024 | 2:09 PM

High Court on Sandeshkhali: অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ তিনি দিয়েছেন রাজ্যকে। এদিকে, নির্দেশ থাকা সত্ত্বেও কেস ডায়েরি না নিয়ে যাওয়ায় ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। এদিন ইডি আবেদন জানিয়েছে, গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে।

High Court on Sandeshkhali: তিন হাজার অভিযুক্ত আর ৪ জন গ্রেফতার! শাহজাহান-কাণ্ডে আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ
হাইকোর্টে সন্দেশখালি মামলা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: ইডি অফিসারদের ওপর হামলার ঘটনার পর ১০ দিন কেটে গিয়েছে। পুলিশের ভূমিকা প্রশ্ন উঠেছে আগেই। আর এবার পুলিশের পদক্ষেপ দেখে কার্যত বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। যে ঘটনায় প্রায় তিন হাজার মানুষ অভিযুক্ত, সেই ঘটনায় মাত্র ৪ জনকে কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য পুলিশকে। শেখ শাহজাহানই বা আত্মসমর্পণ করছেন না কেন, সেই প্রশ্নও তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ তিনি দিয়েছেন রাজ্যকে। এদিকে, নির্দেশ থাকা সত্ত্বেও কেস ডায়েরি না নিয়ে যাওয়ায় ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। এদিন ইডি আবেদন জানিয়েছে, গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে।

এত কম গ্রেফতার কেন? প্রশ্ন বিচারপতির

কেস ডায়েরি না আনায় হাইকোর্টে ক্ষোভের মুখে পড়তে হল রাজ্য পুলিশকে। এর আগের শুনানিতে কেস ডায়েরি তলব করা হয়েছিল। এদিন বিচারপতি বলেন, “পুলিশ এতদিন ধরে কী করেছে, সেটা কেস ডায়েরি দেখেই বোঝা সম্ভব। মঙ্গলবার কেস ডায়েরি আনতে হবে পুলিশকে।” ইডি অভিযোগ করেছিল, ঘটনার সময় বাড়িতেই ছিলেন শাহজাহান শেখ। বিচারপতি এদিন পুলিশের কাছে জানতে চান, ঘটনার পরে কি পুলিশ শাজাহানের বাড়িতে ঢুকেছিল?

শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন? প্রশ্ন আদালতের

বিচারপতি এদিন শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনার মক্কেল কেন সারেন্ডার করছেন না? এজি চুপ করতে বলার পরেও শাহজাহানের আইনজীবী তাঁকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন বিচারপতি।

এজি জানান, তিন হাজার নয়, ৮০০ থেকে ১০০০ লোক ছিল

বিচারপতি এজি-কে বলেন, “সৎ ভাবে বিচার দেওয়ার ইচ্ছে থাকলে অভিযুক্তদের গ্রেফতার করুন। তিন হাজার অভিযুক্ত, আর চার জন গ্রেফতার? ৩০৭ ধারা কেন যোগ হয়নি? এখনও কেন ন্যাজাট থানার পলিশকে তদন্তে রাখা হয়েছে? এতদিনেও মূল অভিযুক্ত গ্রেফতার করা হয়নি কেন?” এজি জানান, তিন হাজার নয়। ৮০০ থেকে ১০০০ লোক ছিল। তিনি আরও জানান, আহত ইডি অফিসাররা বলেছেন, ‘তাঁদের ধাক্কা দেওয়া হয়েছিল, তাই ৩০৭ ধারা দেওয়া হয় নি।’

সিবিআই তদন্তের আবেদন

ইডি-র আইনজীবী এস ভি রাজু জানিয়েছেন, শঙ্কর আঢ্য ও শেখ শাহজাহানের নাম পাওয়া যায় জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রে। রেশন দুর্নীতির আর্থিক নয়ছয়ের তদন্ত করতে গিয়ে। সেখানে তাল্লাশিতে গেলে হামলা হয় ইডি অফিসারদের বিরুদ্ধে। উল্টে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর হয়। এই গোটা ঘটনার তদন্ত সিবিআই-কে দেওয়ার আবেদন জানিয়েছে ইডি।

Next Article