AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার অফিসাররা, আর কী প্রমাণ চাই?’ পাকিস্তানকে ধুয়ে দিলেন অভিষেক

Abhishek Banerjee: অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরে দেশে দেশে যাচ্ছে একাধিক বহুদলীয় প্রতিনিধি দল। তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তাঁদের প্রতিনিধি দল এশিয়ার পাঁচটি দেশে পরপর যাচ্ছেন।

Abhishek Banerjee: 'জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার অফিসাররা, আর কী প্রমাণ চাই?' পাকিস্তানকে ধুয়ে দিলেন অভিষেক
সিঙ্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: X handle
| Updated on: May 28, 2025 | 7:20 PM
Share

সিঙ্গাপুর: পাকিস্তান সেনার বড় বড় অফিসাররা জঙ্গিদের শেষশ্রদ্ধা জানাতে হাজির। সেদেশের সরকারের সঙ্গে জঙ্গিযোগ নিয়ে আর কী প্রমাণ চায় পাকিস্তান? সিঙ্গাপুর থেকে পড়শি এই দেশকে তীব্র আক্রমণ করে একথা বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার তথ্য ছড়িয়ে দিতে সাধারণ মানুষকে আবেদনও করেন তিনি।

পাকিস্তান সরকারের সঙ্গে জঙ্গিযোগ নিয়ে এদিন সিঙ্গাপুরে অভিষেক বলেন, “পাবলিক ডোমেনে অনেক প্রমাণ পাবেন। যেখানে আপনি দেখতে পাবেন, পাকিস্তান সেনার পদস্থ অফিসাররা সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে হাজির রয়েছেন। আর কোথায় এটা দেখা যায়? আর কী প্রমাণ আমরা দিতে পারি?”

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরে দেশে দেশে যাচ্ছে একাধিক বহুদলীয় প্রতিনিধি দল। তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তাঁদের প্রতিনিধি দল এশিয়ার পাঁচটি দেশে পরপর যাচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়ার পর পৌঁছেছেন সিঙ্গাপুরে। প্রত্যেক দেশে সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে প্রতিনিধি দল। এই দলের প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও দেশের স্বার্থে তাঁরা যে এক, তা ফের স্পষ্ট করে দিলেন অভিষেক।

এদিন তিনি বলেন, “অনেকে ভাবেন, দেশের নিরাপত্তা কিংবা সার্বভৌমত্বের বিষয় এলে বিরোধীরা কী অবস্থান নেবেন। রাজনৈতিক মতাদর্শগতভাবে আমাদের পার্থক্য রয়েছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করি। কিন্তু, দেশের স্বার্থের কথা উঠলে, আমি দৃঢ়ভাবে পাশে রয়েছি। আমার দেশের স্বার্থের কাছে কখনও আমার রাজনৈতিক স্বার্থকে আসতে দেব না।”