Bengal BJP: বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা? মুখ্যসচিবের থেকে রিপোর্ট চাইল দিল্লি

Anjan Roy

Anjan Roy | Edited By: Soumya Saha

Updated on: Mar 17, 2023 | 4:53 PM

Suvendu Adhikari: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরে। সেখানে তিনি অভিযোগ জানিয়েছিলেন, রাজ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার ভুয়ো মামলা করছে।

Bengal BJP: বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা? মুখ্যসচিবের থেকে রিপোর্ট চাইল দিল্লি
নবান্ন (ফাইল ছবি)

কলকাতা: কেন্দ্রের থেকে ফের চিঠি পাঠানো হল নবান্নে (Nabanna)। রাজ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগের প্রেক্ষিতে এবার রিপোর্ট তলব করল দিল্লি। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরে। সেখানে তিনি অভিযোগ জানিয়েছিলেন, রাজ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার ভুয়ো মামলা করছে। সেই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবার নবান্নে মুখ্যসচিবের কাছে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দ্রুত রিপোর্ট পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের ওই চিঠিতে।

এদিকে বিষয়টি নিয়ে কেন্দ্রকে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে তৃণমূল নেতা বলেন, ‘বিরোধী দলনেতা সকাল থেকে রাত ব্যস্ত থাকেন, বাংলাকে বদনাম করার জন্য, বাংলার সরকারকে বিব্রত করার জন্য। তাই তিনি কখনও কেন্দ্রীয় নেতৃত্বকে বলেন, বাংলার পাওনা টাকা আটকে দিতে, কখনও বলেন বাংলায় টিম পাঠাতে, কখনও মিথ্যা অভিযোগ জানান কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তারপর তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেই মতো পদক্ষেপ করে।’

তৃণমূল সাংসদের বক্তব্য, বিজেপি জনবিচ্ছিন্ন হতে হতে এমন একটি অবস্থায় পৌঁছে গিয়েছে, যে আগামী পঞ্চায়েত নির্বাচনে হার অনিবার্য জেনে গিয়েছে। সেই কারণে তারা এই ধরনের কাজ করছে।

তবে শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের থেকে এই রিপোর্ট তলব, বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিরুদ্ধে একাধিক বিষয়ে কেন্দ্রের কাছে নালিশ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে অভিযোগ তুলেছিলেন তিনি। তার পরপরই রাজ্যে জয়েন্ট রিভিউ মিশন পাঠিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার শুভেন্দুর অভিযোগ পাওয়ার পর সরাসরি মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla