Mamata Banerjee: ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভাল থাকব’, ইউনুসকে লিখলেন মমতা

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Aug 09, 2024 | 8:37 PM

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্কট কেটে যাবে। শান্তি ফিরবে। মমতা লেখেন, 'বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক- এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।'

Mamata Banerjee: আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভাল থাকব, ইউনুসকে লিখলেন মমতা
মুহম্মদ ইউনুসকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অন্তর্বর্তী সরকার পেয়েছে বাংলাদেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা। তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্কট কেটে যাবে। শান্তি ফিরবে। মমতা লেখেন, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক- এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভালো থাকব।’

বৃহস্পতিবার রাত ৯টায় শপথ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী ইউনুসকে নিয়ে মোট ১৭ জন সদস্যর এই অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন দুই ছাত্রও। আপাতত তারাই বাংলাদেশের ‘সরকার’।

এদিন শপথের রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান ইউনুসকে। নরেন্দ্র মোদী লেখেন, ‘খুব তাড়াতাড়ি সে দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আমরা আশা করি।’

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article