AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: কোন প্রকল্পে ৭০০ কোটি, কোথাও প্রায় ১০০০! বাজেটে কলকাতা মেট্রোকে মোট কত টাকা দিল কেন্দ্র সরকার?

Kolkata Metro: আগামী ২ বছরের মধ্যে দেশ পাচ্ছে ২০০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। তালিকায় থাকছে ১০০টি অমৃত ভারতও। বরাদ্দ আসছে মেট্রোর জন্য। এদিকে বাংলায় একাধিক মেট্রো প্রকল্প মাঝপথে থাকলেও সেগুলির জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর।

Kolkata Metro: কোন প্রকল্পে ৭০০ কোটি, কোথাও প্রায় ১০০০! বাজেটে কলকাতা মেট্রোকে মোট কত টাকা দিল কেন্দ্র সরকার?
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 8:42 AM
Share

কলকাতা: ২ লক্ষ ৫২ হাজার কোটি। হ্যাঁ, রেলের জন্য এবারের বাজেটে এই অঙ্কই অনুমোদন করেছে কেন্দ্র সরকার। সামগ্রিক পরিষেবা থেকে পরিকাঠামোগত উন্নতির দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। পাশাপাশি আগামী ২ বছরের মধ্যে দেশ পাচ্ছে ২০০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। তালিকায় থাকছে ১০০টি অমৃত ভারতও। বরাদ্দ আসছে মেট্রোর জন্য। এদিকে বাংলায় একাধিক মেট্রো প্রকল্প মাঝপথে থাকলেও সেগুলির জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। 

দমদম বিমানবন্দর-‌নিউ গড়িয়া ভায়া রাজারহাট রেল প্রকল্পে প্রকল্পে মাত্র ৭২০.‌৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই প্রকল্পে সংশোধিত বাজেট ছিল ১৫৫০ কোটি। একইভাবে জোকা-‌বিবাদী বাগ ভায়া মাঝের মাঝেরহাট মেট্রো রেলপথ নির্মাণে মাত্র বরাদ্দ হয়েছে ৯১৪ কোটি। গত বছর সংশোধিত বাজেট ছিল ৮৫০ কোটি। অর্থাৎ মাত্র ৬৪ কোটি টাকা বেড়েছে এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে। বাজেটে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের বরাদ্দে সংশোধিত বরাদ্দের থেকে কোনও বদল হয়নি। মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের ক্ষেত্রে গত অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল ৯০৬ কোটি টাকা। সংশোধিত বরাদ্দে যা কমে হয়ে যায় প্রায় অর্ধেক, ৫০০ কোটি টাকা। এবার বরাদ্দের পরিমাণে কোনও বদল হয়নি। অর্থাৎ সেই ৫০০ কোটি টাকাই জুটেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাতে। তবে সামান্য বেড়েছে জোকা-‌বিবাদী বাগ ভায়া মাঝের মাঝেরহাট মেট্রো রেলের বরাদ্দ। গত অর্থবর্ষে ১২০৮.৬১ কোটি টাকা বরাদ্দ হলেও সংশোধিত বাজেটে তা কমে হয় ৮৫০ কোটি টাকা। এবার তা ৬৪ কোটি টাকা বেড়ে হয়েছে ৯১৪ কোটি টাকা।