Primary: কীভাবে হবে প্রাথমিকে সেমিস্টার? পাশ-ফেল থাকবে? রইল সব উত্তর

Primary: বাংলার প্রাথমিক স্কুলগুলোর তথৈবচ অবস্থা। পর্যাপ্ত শিক্ষক নেই বলে অভিযোগ। হাতে কলমে এই পদ্ধতি আদৌ কি কাজ করবে? এমনই আরও অনেক প্রশ্ন উঠেছে।

Primary: কীভাবে হবে প্রাথমিকে সেমিস্টার? পাশ-ফেল থাকবে? রইল সব উত্তর
Image Credit source: Soumyabrata Roy/NurPhoto via Getty Images

Dec 29, 2024 | 5:09 PM

কলকাতা: ‘ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম’। ক্ষুদে পড়ুয়াদের জন্য় একটা গালভরা নাম। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য সদ্য যে ব্যবস্থা চালু করা হয়েছে, তার নামই এটা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সম্প্রতি সাংবাদিক বৈঠক করে নতুন ব্যবস্থার কথা জানিয়েছেন। এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ছিল, এটা তার থেকে অনেকটাই আলাদা। মূলত কেন্দ্রীয় শিক্ষা নীতি অনুসারে প্রাথমিকে এই বড় বদল আনা হয়েছে। ২০২৫ সালে যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, তাতেই এই পরিবর্তন কার্যকর হবে। তার আগে পুরো বিষয়টা জেনে নেওয়া জরুরি। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কী লাভ হবে এই বদল এনে? বর্তমান সাম্প্রতিক পরিকাঠামোতে এই নতুন ব্যবস্থা আদৌ সম্ভব কি না, সেই প্রশ্নও তুলছেন শিক্ষাবিদরা। ‘সেমিস্টার সিস্টেম’ আসলে কেমন হবে? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন