কলকাতা: সংসদে ধোঁয়াকাণ্ডে গোটা দেশ তোলপাড়। তদন্তকারীদের নজরে রয়েছে ‘সাম্যবাদী সুভাষ সভা’র হোয়াটস অ্যাপ গ্রুপ। জানা যাচ্ছে, এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন ললতি ঝা, নীলাক্ষ আইচ। গ্রুপের মোট সদস্য সংখ্যা পাঁচশো জন। তবে এই গ্রুপে র যিনি অ্যাডমিনদের ডেকেই জিজ্ঞাসাবাদ করার চিন্তাভাবনা রয়েছেন তদন্তকারী আধিকারিকদের।
জানা যাচ্ছে, ‘সাম্যবাদী সুভাষ সভা’র হোয়াটস অ্যাপ গ্রুপের পাঁচশো জন সদস্যের মধ্যে এক সদস্য হলেন সায়ন পাল। যিনি হাওড়ার বালির বাসিন্দা। এখানে ললিত ঝা যেমন রয়েছেন, তেমন রয়েছেন নীলাক্ষ আইচ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ললিত ঝা এই গ্রুপে খুব একটা অ্যাক্টিভ ছিলেন না। তবে বিভিন্ন স্তরের মানুষকে এই গ্রুপে নিয়ে আসা তাঁর কাজ ছিল।
সায়ন পাল টিভি ৯ বাংলাকে জানান, “আমার ললিত ঝা-র সঙ্গে আলাপ ছিল না। আমরা নেতাজি সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করি। সেই গ্রুপে উনি ছিলেন। কবে থেকে ছিলেন, কী ছিলেন জানি না। এবার পাঁচশো জন ওই গ্রুপের সদস্য। এবার সেখানের কেউ যদি এমন কাজের সঙ্গে যুক্ত হয় কী আর করা যাবে। এটা অপরাধ জনিত কাজ। আর আমাদেরও তো সমস্যা। এখন ভয়ে অনেকেই বেরিয়ে যাচ্ছে।”
উল্লেখ্য, সংসদে ধোঁয়াকাণ্ডের ঘটনায় নাম জড়ায় ললিত ঝা-র। তার কলকাতা যোগ স্পষ্ট হয়েছে। জানা গিয়েছে, ললিত গত কয়েক বছর ধরে লালবাজার থেকে অনুমতি নিয়ে র্যালিও করেছেন। ললিতের একটি সংগঠন ছিল। সেই সংগঠনই হল ‘সাম্যবাদী সুভাষ সভা’। এরপর থেকে তদন্তকারীদের নজরে রয়েছে এই সংগঠন।