Howrah Bridge: শনিবার রাতে ভুলেও গাড়ি নিয়ে হাওড়া ব্রিজের দিকে যাবেন না

Subrata Banerjee | Edited By: সঞ্জয় পাইকার

Nov 15, 2024 | 7:29 PM

Howrah Bridge: শনিবার রাতে হাওড়া ব্রিজের দিকে গাড়ি নিয়ে গেলে আপনার অনেকটা সময় নষ্ট হতে পারে। কিংবা বড়বাজার থেকে হাওড়া যেতে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।

Howrah Bridge: শনিবার রাতে ভুলেও গাড়ি নিয়ে হাওড়া ব্রিজের দিকে যাবেন না
ফাইল ফোটো

Follow Us

কলকাতা: হাওড়া থেকে কলকাতায় আসার জন্য হাওড়া ব্রিজ ব্যবহার করে বেশিরভাগ গাড়ি। আবার বড়বাজার থেকে হাওড়া ব্রিজ টপকালেই হাওড়া স্টেশন। কিন্তু, শনিবার রাতে ভুলেও হাওড়া ব্রিজের দিকে গাড়ি নিয়ে যাবেন না। তাহলে আপনার অনেকটা সময় নষ্ট হতে পারে। কিংবা বড়বাজার থেকে হাওড়া যেতে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।

শনিবার রাতে কেন হাওড়া ব্রিজের দিকে গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না কেন? আসলে শনিবার রাতে পাঁচ ঘণ্টা হাওড়া ব্রিজ বন্ধ থাকবে। ওইসময় কোনও গাড়ি চলাচল করবে না হাওড়া ব্রিজ দিয়ে। হাওড়া ব্রিজের স্বাস্থ্যের দেখভাল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। সেই স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে চারটা পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। ফলে ৫ ঘণ্টা হাওড়া ব্রিজ দিয়ে কোনও গাড়ি চলাচল করবে না। ওই সময় হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের পদস্থ ইঞ্জিনিয়াররা।

ওই ৫ ঘণ্টা হাওড়া থেকে কলকাতাগামী কিংবা কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলি কোথা দিয়ে যাতায়াত করবে? হাওড়া সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত ধরনের যান ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যাবে। আবার দক্ষিণ হাওড়া ও পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে। একইভাবে কলকাতা থেকেও গাড়িগুলি হাওড়ার দিকে আসবে। ফলে শনিবার রাত সাড়ে এগারোটার পর কলকাতা থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে কলকাতা যাত্রার আগে এই বিষয়টি মনে রাখতে হবে গাড়িচালকদের। না হলে হাওড়া ব্রিজের কাছে গাড়ি নিয়ে পৌঁছে গেলে হয় ভোর সাড়ে চারটে পর্যন্ত অপেক্ষা করতে হবে। নয়তো গাড়ি ঘুরিয়ে আবার বিদ্যাসাগর সেতু পার করতে হবে।

 

Next Article