Christmas Park Street: প্রায় ৩ ঘণ্টা বন্ধ রাখতে হল পার্ক স্ট্রিটের রাস্তা, বড়দিনে জমজমাট চিড়িয়াখানাও

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Dec 25, 2023 | 11:16 PM

Park Street Christmas: প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখার পর, ফের রাত ৮টা ২৫ মিনিট নাগাদ রাস্তা খুলে দেওয়া হয় গাড়ি চলাচলের জন্য। রাত যত বেড়েছে, তত ভিড় জমেছে পার্কস্ট্রিটে। শীতের আমেজ গায়ে মেখে প্রিয়জনদের সঙ্গে বেরিয়ে পড়েছেন অনেকে। রয়েছে কচিকাচাদের ভিড়ও। পুরোপুরি ফেস্টিভ মেজাজে বড়দিনের পার্কস্ট্রিট।

Christmas Park Street: প্রায় ৩ ঘণ্টা বন্ধ রাখতে হল পার্ক স্ট্রিটের রাস্তা, বড়দিনে জমজমাট চিড়িয়াখানাও
পার্কস্ট্রিটে বড়দিন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রবিবারের পর আজও একইরকম ভিড়। বেড়েছে বই কমেনি। জনসমুদ্র উপচে পড়ছে পার্ক স্ট্রিটের রাস্তায়। বড়দিনের রাতে পার্ক স্ট্রিটের ভিড় যেন সেয়ানে সেয়ানে টক্কর দিল দুর্গাপুজোর ভিড়কে। মাঝে তো ভিড় এতটাই বেড়ে গিয়েছিল, যে তা সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তা। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তায় যান চলাচল। প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখার পর, ফের রাত ৮টা ২৫ মিনিট নাগাদ রাস্তা খুলে দেওয়া হয় গাড়ি চলাচলের জন্য। রাত যত বেড়েছে, তত ভিড় জমেছে পার্ক স্ট্রিটে। শীতের আমেজ গায়ে মেখে প্রিয়জনদের সঙ্গে বেরিয়ে পড়েছেন অনেকে। রয়েছে কচিকাঁচাদের ভিড়ও। পুরোপুরি ফেস্টিভ মেজাজে বড়দিনের পার্ক স্ট্রিট।

শুধু পার্ক স্ট্রিটেই নয়, আজ দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় ভিড় জমেছে শহরবাসীর। ইকোপার্ক থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, কিংবা নিকো পার্ক… সর্বত্র উপচে পড়েছে ভিড়। বড়দিনের শহরে আজ বিভিন্ন জায়গায় পিকনিকের মেজাজও ধরা পড়েছে।  মেট্রোর রেকগুলিতে গিজ গিজ করেছে মানুষের ভিড়।  পার্কস্ট্রিটমুখী মানুষের ঢলের কিছুটা আন্দাজ পাওয়া যাবে মেট্রোয় যাত্রীসংখ্যার হিসেব থেকেই। শুধু সন্ধে ৬টা পর্যন্তই কবি সুভাষ-দক্ষিণেশ্বর লাইনে প্রায় তিন লাখের কাছাকাছি যাত্রী যাতায়াত করেছেন।

রবিবারও পার্ক স্ট্রিটে একইরকম ভিড় দেখা গিয়েছিল। ক্রিসমাস ফেস্টিভ্যালে মেতে উঠেছে গোটা কলকাতা। শুধু কলকাতাই নয়, শহরতলি থেকেও প্রচুর মানুষ এসেছেন পার্ক স্ট্রিটের আলোর রোশনাইয়ে গা ভাসাতে। এদিকে সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ প্রশাসনও। কোথাও যাতে কোনও অঘটন না ঘটে, তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

Next Article