AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Traffic Jam at Howrah: ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সার সার গাড়ি, ব্যস্ত দিনে কার্যত রুদ্ধ কলকাতা

Traffic Jam at Howrah: কাজে বেরিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, আগে থেকেই সতর্ক হওয়া উচিত ছিল পুলিশের, তাহলে এমন পরিস্থিতি তৈরি হত না।

Traffic Jam at Howrah: ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সার সার গাড়ি, ব্যস্ত দিনে কার্যত রুদ্ধ কলকাতা
কলকাতার ট্রাফিক জ্যামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 12:57 PM
Share

কলকাতা: সপ্তাহের শেষ কাজের দিন আজ। আর সকাল থেকেই যানজটের কারণে ব্যাপক দুর্ভোগে পড়তে হল যাত্রীদের। কেউ একই জায়গায় গাড়িতে বসে রয়েছেন ১ ঘণ্টা ধরে। কেউ আবার ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন বাসে। কেউ হেঁটে হেঁটেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কর্মস্থলের দিকে। শুক্রবার সকাল থেকে এমনই ছবি দেখা গিয়েছে হাওড়া স্টেশন থেকে শুরু করে ধর্মতলা চত্বর পর্যন্ত। মূলত আদিবাসীদের একটি মিছিলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

একগুচ্ছ দাবি নিয়ে আজ কলকাতায় সমাবেশ করার কথা আদিবাসী সম্প্রদায়ের মানুষের। সে কারণেই এদিন সকাল থেকে বিভিন্ন জেলার আদিবাসীরা কলকাতার দিকে মিছিল করে এগোতে থাকেন। সেই মিছিলের জেরেই পরপর আটকে পড়ে গাড়ি। হাওড়া স্টেশন থেকে কলকাতার দিকে আসা কার্যত অসম্ভব হয়ে যায়। দেখা যায় অনেকেই স্টেশন থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসছেন। গাড়িতে অপেক্ষা করতে করতে কেউ ঘুমিয়ে পড়েছেন, এমন দৃশ্যও দেখা গিয়েছে। একদিকে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা, অন্যদিকে ক্লান্ত হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা।

সাধারণ মানুষের অভিযোগ, মিছিলের কথা আগে থেকে জানা সত্ত্বেও কোনও প্রস্তুতি নেয়নি প্রশাসন। সে কারণেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। বেলা সাড়ে ১২ টার পর পরিস্থিতি একটু একটু করে উন্নত হতে থাকে। যান চলাচল শুরু হলেও তার গতি খুবই ধীর।